আজ বৈঠকে মোদি-ট্রাম্প, আমেরিকা চায় কৃষি ও দুগ্ধজাত পণ্যের রফতানি, ভারতের নজরে ভিসা-নীতির উদারীকরণ ও শুল্ক হ্রাস
আজ বৈঠকে মোদি-ট্রাম্প, কে কার থেকে কী চাইছে নজর সেদিকেই
নয়াদিল্লি: আজ দিল্লিত হায়দরাবাদ হাউসে ট্রাম্প-মোদি দ্বিপাক্ষিক বৈঠক। দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। যৌথ সাংবাদিক বৈঠকও করতে পারেন ভারত-আমেরিকার রাষ্ট্রপ্রধান। ইস্পাত, অ্যালুমিনিয়ামের মতো বেশ কয়েকটি ভারতীয় পণ্য রফতানির উপর শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প। ‘জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি)’, যার আওতায় ভারত এত দিন বিশাল মূল্যের পণ্য বিনা শুল্কে রফতানি করতে পারত, সেই সুবিধা ট্রাম্প তুলে দিয়েছেন। আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণের জন্য আমেরিকার কৃষি ও দুগ্ধজাত পণ্যের রফতানি চান ট্রাম্প। উল্টোদিকে ভারতে এখন শিল্পের মন্দা। তাই ভারত চায় আরও বেশি করে আমেরিকার বাজার তাদের জন্য খুলে দেওয়া হোক। অসংখ্য প্রতিভাবান ভারতীয় আমেরিকায় যেতে চান। তাই ভারত চায়, পেশাদারদের জন্য আমেরিকা তার ভিসা-নীতি উদার করুক। আর তাই শেষ অবধি ট্রাম্প-মোদির বৈঠকে কে কার কাছ থেকে কী পায়, সেদিকেও নজর থাকবে বিশেষজ্ঞ মহলের। ট্রাম্পের সম্মানে মঙ্গলবার মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী মোদি। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু, রাষ্ট্রপতির নৈশভোজে যাচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ।