এক্সপ্লোর
Advertisement
দেখুন: প্রায় ৪৫ বছর ধরে কাচ খাওয়ার আজব অভ্যেস মধ্যপ্রদেশের দয়ারামের!
কত কি যে খায় লোকে নাহি তার কিনারা’।‘খাই খাই’ ছড়ায় সুকুমার রায় ‘আজব খাওয়া’র লম্বা ফিরিস্তি দিয়েছিলেন। সে তো ছড়ায়। কিন্তু বাস্তবে মধ্যপ্রদেশের এক ব্যক্তির এই অদ্ভূত খাওয়ার অভ্যেসের কথা শুনলে চমকে যেতে হয়।
নয়াদিল্লি: ‘কত কি যে খায় লোকে নাহি তার কিনারা’।‘খাই খাই’ ছড়ায় সুকুমার রায় ‘আজব খাওয়া’র লম্বা ফিরিস্তি দিয়েছিলেন। সে তো ছড়ায়। কিন্তু বাস্তবে মধ্যপ্রদেশের এক ব্যক্তির এই অদ্ভূত খাওয়ার অভ্যেসের কথা শুনলে চমকে যেতে হয়। অনেক লোকেরই বিভিন্ন আজব অভ্যেস রয়েছে। মধ্যপ্রদেশের দয়ারাম সাহু নামে ওই ব্যক্তিরও এমন একটি অভ্যেস রয়েছে। যা শুনলে প্রথমটা বিশ্বাস করাটাই শক্ত। আসলে দয়ারাম কাচ খেতে অভ্যস্ত। এ কথা শুনলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। কেননা, সামান্য কাঁচের টুকরোতেও যদি শরীরের কোথাও কেটে গেলেই রক্ত পড়ে, ব্যাথাও লাগে। আর সেই কাঁচ কিনা ‘মুখে দিয়ে সুখে খান’ দয়ারাম! অবিশ্বাস্য হলেও এই ঘটনা সত্যি। এক-আধদিন নয়, গত ৪০-৫০ বছর ধরে কাচ খাচ্ছেন তিনি! এরপরও দিব্যি রয়েছেন দয়ারাম। যদিও এই অভ্যেসের কারণে দাঁতগুলোই নষ্ট হতে বসেছে তাঁর।
দয়ারাম পেশায় আইনজীবী। এই অভ্যেস যে আদতে বদভ্যাস তা স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই তাঁর। দয়ারাম বলেছেন, এটা আমার কাছে একটা আসক্তির মতো। এই অভ্যেসের ফলে আমার দাঁতের ক্ষতি হয়েছে। অন্য কারুর যেন এ ধরনের আসক্তি না হয়, আমি সেই পরামর্শই দেব। এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এখন এটা খাওয়া আমি কমিয়েছি। দয়রামের এই খুবই আজব এবং বিপজ্জনক অভ্যেসের জন্য তাঁকে অনেকে চেনেন।#WATCH: Dayaram Sahu, a lawyer from Dindori has been eating glass since last 40-45 years, says,"it's an addiction for me. This habit has caused damage to my teeth. I wouldn't suggest others to follow as it's dangerous for health. I have reduced eating it now." #MadhyaPradesh pic.twitter.com/DRWXXb93qA
— ANI (@ANI) September 14, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement