এক্সপ্লোর
Advertisement
MS Dhoni Retirement: ইনফোসিস আর ধোনির জন্ম তো একই দিনে, জানালেন নারায়ণমূর্তি
ধোনি আর ইনফোসিসের একই দিনে জন্ম হওয়ার যে তথ্যটি নারায়ণ মূর্তি প্রকাশ্যে এনেছেন, তা অনেকেরই বেশ ভাল লেগেছে।
নয়াদিল্লি: সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি এবং দেশের প্রথম শ্রেণির তথ্য ও প্রযুক্তি কোম্পানি ইনফোসিসের জন্ম একই দিনে। ভারতের সফলতম ক্রিকেট অধিনায়কের প্রশংসা করতে গিয়ে এই আশ্চর্য তথ্যটি প্রকাশ করেছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি।
ইনফোসিস প্রতিষ্ঠাতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ঠিক ইনফোসিসের মতো করেই ধোনিও প্রমাণ করে দেখিয়েছেন যে সত্যিকারের স্কিল থাকলে ছোট শহরের মধ্যবিত্ত সাধারণ ঘর থেকে উঠে এসেও আজকের ভারতে সফল হওয়া যায়। মনে আশা আর বিশ্বাস যদি ভরপুর থাকে তবে সফল হওয়া সম্ভব। ধোনি ও ইনফোসিস উভয়েরই জন্ম ১৯৮১ সালের ৭ জুলাই।
২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে জয় এবং ২০১১ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভে ধোনির অধিনায়কত্বের কথা আলাদা করে তুলে ধরেন নারায়ণমূর্তি। তিনি বলেন, ‘জয়লাভ হোক কিংবা পরাজয়, অধিনায়ক হিসাবে প্রতিটি খেলার শেষে কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয়, তা ধোনির থেকে শেখার মতো।’
নারায়ণমূর্তি আরও বলেছেন, ‘কেমন করে একটা দলকে নেতৃত্ব দিয়ে জেতাতে হয় এবং মানসিক ভাবে চাঙ্গা রাখতে হয় সে ব্যাপারে ধোনি একটা দৃষ্টান্ত। এমনকী ধোনির স্ট্র্যাটেজি কর্পোরেট ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।’
ধোনি আর ইনফোসিসের একই দিনে জন্ম হওয়ার যে তথ্যটি নারায়ণমূর্তি প্রকাশ্যে এনেছেন, তা অনেকেরই বেশ ভাল লেগেছে। এ ব্যাপারে অনেকই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যও করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement