NATIONAL LIVE UPDATE করোনাভাইরাস: পঞ্জাবে মৃত্যু জার্মানি-ইতালি থেকে আসা ৭০ বছরের এক ব্যক্তির, ভারতে আক্রান্ত বেড়ে ১৭৩
LIVE
Background
নয়াদিল্লি: দেশে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে আশঙ্কা বাড়ছে। বৃহস্পতিবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে এখন আক্রান্তের সংখ্যা ১৬৬। বুধবার সংখ্যাটি ১৫১ ছিল। অর্থাৎ, একদিন ১৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন দেশে। এর মধ্যে বিদেশি নাগরিক ২৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।
এই পরিস্থিতিতে আজ রাত ৮টায় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। করোনা পরিস্থিতি সামলাতে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করবেন মোদি।
PM Shri @narendramodi will address the nation on 19th March 2020 at 8 PM, during which he will talk about issues relating to COVID-19 and the efforts to combat it.
— PMO India (@PMOIndia) March 18, 2020
গতকালই, মোদির নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার। সেখানে ভাইরাসের মোকাবিলা সম্পর্কিত বিভিন্ন প্রস্তুতি আলোচনায় উঠে আসে। পাশাপাশি, আরও কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, সেই নিয়েও আলোচনা হয়।
PM @narendramodi chaired a high-level meeting to review the ongoing efforts to contain COVID-19.
Ways to further strengthen India’s preparedness were discussed.
— PMO India (@PMOIndia) March 18, 2020
প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, বিভিন্ন ব্যক্তি থেকে শুরু করে স্থানীয় সম্প্রদায় বা গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে করোনা-মোকাবিলা সংক্রান্ত যাবতীয় আলোচনা চালাচ্ছেন প্রধানমন্ত্রী। আধিকারিক ও বিশেষজ্ঞদের অতিরিক্ত দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
PM @narendramodi emphasised on actively engaging with individuals, local communities and organisations in chalking out mechanisms to fight the COVID-19 menace. He also urged officials and technical experts to deliberate on the steps to be taken next.
— PMO India (@PMOIndia) March 18, 2020
অন্যদিকে, করোনা-মোকাবিলা করার প্রক্রিয়া নিবেদিত চিকিৎসক থেকে শুরু করে রাজ্য প্রশাসন, প্যারামেডিক্যাল কর্মী, সশস্ত্র বাহিনী এবং বিমান শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
Shri @narendramodi expressed gratitude to all those at the forefront of combating COVID-19 including the various State Governments, medical fraternity, paramedical staff, armed and paramilitary forces, those associated with aviation sector, municipal staff and others.
— PMO India (@PMOIndia) March 18, 2020
প্রায়ই, সোশাল মিডিয়াতে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন মোদি। তবে, একইসঙ্গে, যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে অতি প্রয়োজন না হলে যাত্রা বাতিল করা এবং বেশি জমায়েতে না অংশ নেওয়ার পরামর্শও দিয়েছেন মোদি।
চলতি সপ্তাহের গোড়ায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন মোদি। যৌথ-সমন্বয়ে করোনাভাইরাসের মোকাবিলা করতে সকলকে আহ্বান করেন তিনি। মঙ্গলবারই, আফগানিস্তান থেকে শুরু করে ফিলিপাইন্স ও মালয়েশিয়া থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও ইংল্যান্ড থেকে ভারতে আসতে চাওয়া যাত্রীদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।