Omicron Cases LIVE: Omicron Cases LIVE: দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২১
Omicron Cases LIVE Updates: দেশজুড়ে ওমিক্রন আতঙ্ক বাড়ছে। আজই দিল্লিতে দেশের পঞ্চম ওমিক্রন ভ্যারিয়ন্টে আক্রান্তের হদিশ মেলে। আতঙ্ক বাড়িয়ে মহারাষ্ট্র ও জয়পুরেও এবার ওমিক্রন হানা।
LIVE
Background
এবার রাজধানীতে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে (Omicron) আক্রান্তের হদিশ মিলল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ওই রোগীকে এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানজানিয়া (Tanzania) থেকে ফিরেছিলেন। এখন পর্যন্ত বিদেশ থেকে ফেরা ১৭ জন করোনায় আক্রান্ত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দিল্লির (Delhi) এই আক্রান্তকে নিয়ে ওমিক্রনে দেশে মোট পাঁচ জন আক্রান্তের হদিশ মিলল। এর আগে কর্ণাটক (Karnataka), গুজরাত (Gujarat), মহারাষ্ট্রে (Maharashtra) ওমিক্রন-আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। প্রসঙ্গত, ওমিক্রন ভ্যারিয়ন্টের আতঙ্ক ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
গুজরাতের জামনগরে জিম্বাবোয়ে ফেরত একজনের শরীরে ওমিক্রন ভাইরাসের হদিশ মিলেছিল। খোঁজ মেলে মুম্বইয়ের আক্রান্তের। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানায়, ওমিক্রন আক্রান্তের বয়স ৩৩। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। কল্যাণ-ডোম্বিভলির বাসিন্দা ওই ব্যক্তির শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়ে।
Omicron Cases LIVE: দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা
দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে আক্রান্ত ৮ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন নাইজেরিয়া ফেরত। জয়পুরে আক্রান্ত ৯ জন। দিল্লিতেও একজনের দেহে মিলল ওমিক্রন।
Omicron Cases LIVE: ওমিক্রন আতঙ্কের মধ্যেই চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ
ওমিক্রন আতঙ্কের জের। কর্ণাটক সরকারের নতুন নিয়ম অনুসারে বিভিন্ন মলে আসা মানুষদের প্রবেশের আগে সম্পূর্ণ টিকাগ্রহণের সার্টিফিকেট দেখাতে হচ্ছে।
Omicron Cases LIVE: গুজরাতে ওমিক্রনে আক্রান্তের সংস্পর্শে পজিটিভ ২
গুজরাতের জামনগরে ওমিক্রন পজিটিভ রোগীর দুই ঘনিষ্ঠও কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁরাও একই ভ্যারিয়েন্টেই আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
Omicron Cases LIVE: জয়পুরে ৯ ওমিক্রন আক্রান্তের হদিশ
এবারে রাজস্থানের জয়পুরে ওমিক্রন হানা। দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ইতিহাস রয়েছে এমন একটি পরিবার থেকে ওমিক্রন আক্রান্ত ৯ জনের হদিশ মিলল। ভারতে ওমিক্রন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ২১।
Omicron Cases LIVE: রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৬২০
ওমিক্রনের আতঙ্কের মধ্যেও রাজ্যে প্রায় একই জায়গায় রইল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত রবিবারের বুলেটিন অনুযায়ী একদিনে নতুন করে করোনা আক্রান্ত ৬২০ জন। করোনায় একদিনে মৃত্যু হল ১০ জনের।