এক্সপ্লোর
Advertisement
কাল শ্রীনগর যাচ্ছেন বিরোধী নেতারা, দলে রাহুল, ইয়েচুরি, রাজা, গুলাম নবি, আনন্দ শর্মা
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ওই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে দুটুকরো করার সিদ্ধান্তের পর সেখানকার মানুষের মন বুঝতে শনিবার যাচ্ছেন বিরোধী নেতারা। সূত্রের খবর, কংগ্রেস, সিপিএম, সিপিআই, আরজেডি, টিএমসি, ডিএমকে সহ বিরোধী নেতাদের নিয়ে একটি সর্বদলীয় প্রতিনিধিদল শ্রীনগর যাচ্ছে কাল।
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ওই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে দুটুকরো করার সিদ্ধান্তের পর সেখানকার মানুষের মন বুঝতে শনিবার যাচ্ছেন বিরোধী নেতারা। সূত্রের খবর, কংগ্রেস, সিপিএম, সিপিআই, আরজেডি, টিএমসি, ডিএমকে সহ বিরোধী নেতাদের নিয়ে একটি সর্বদলীয় প্রতিনিধিদল শ্রীনগর যাচ্ছে কাল। দলে কংগ্রেস নেতা রাহুল গাঁধীও সামিল হতে পারেন বলে সূত্রের খবর। তবে গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা- কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা প্রতিনিধিদলে সামিল হচ্ছেন বলে পাকা খবর।
দলে থাকছেন সীতারাম ইয়েচুরি, ডি রাজা, তিরুচি শিবা, মনোজ ঝা, দীনেশ ত্রিবেদী। এ খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের।
শুক্রবার বিকালে কংগ্রেসের প্রথম সারির নেতারা এ নিয়ে আলোচনায় বসেছিলেন। সূত্রের খবর, শ্রীনগর পৌঁছে শহরের ভিতরে যাওয়ার অনুমতি পেলে রাজ্যের আরও কিছু জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান বিরোধী নেতারা।
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীর নিয়ে ৩৭০ ধারা বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এ পর্যন্ত কোনও রাজনৈতিক নেতাকেই ঢুকতে দেয়নি প্রশাসন। সেখানে একাধিক বিধিনিষেধ জারি করা হয়। যদিও পরে তা নানা জায়গায় শিথিল করে প্রশাসন। কংগ্রেস এমপি গুলাম নবি আজাদকে দুবার রাজ্যে ঢোকার অনুমতি দেয়নি প্রশাসন। শ্রীনগর ও জম্মু থেকে তাঁকে দিল্লি ফেরত্ পাঠানো হয়। ইয়েচুরি, রাজাকেও শ্রীনগর বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়।
রাহুল বেশ কিছুদিন ধরেই জম্মু ও কাশ্মীর যাওয়ায় আগ্রহ দেখিয়েছেন, রাজ্যপাল সত্যপাল মালিককে তিনি তাঁকে সফরের অনুমতি দিতে অনুরোধও করেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement