এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘মানুষের আকৃতি’র পেল্লাই বাদুড়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, আসলে....
ছবিটা এক ঝলক দেখলেই মনে হবে, কালো চাদর জড়ানো কোনও মানুষ যেন উল্টো দিকে ঝুলে রয়েছে। কিন্তু একটু ভালো করে দেখলে বোঝা যাতে, এটা আসলে কোনও মানুষ নয়। পেল্লায় আকারের একটি বাদুড়।
![‘মানুষের আকৃতি’র পেল্লাই বাদুড়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, আসলে.... picture of a Human-Sized Bat viral in social media ‘মানুষের আকৃতি’র পেল্লাই বাদুড়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, আসলে....](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/08201333/Untitled-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ছবিটা এক ঝলক দেখলেই মনে হবে, কালো চাদর জড়ানো কোনও মানুষ যেন উল্টো দিকে ঝুলে রয়েছে। কিন্তু একটু ভালো করে দেখলে বোঝা যাতে, এটা আসলে কোনও মানুষ নয়। পেল্লায় আকারের একটি বাদুড়। এমনই মানুষের মতোই বড়সড় একটি বাদুড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আসলে এটি একটি পুরানো ছবি। ইন্টারনেটে নতুন করে তা সামনে এসেছে। আর এই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন চলছে।
ডেইলি মেল-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ছবিটি আসলে গোল্ডেন ক্রাউনড ফ্লাইং ফক্সের। এ ধরনের প্রজাতির বাদুড় নিরামিশাষী। মূলত ফলমূলই তাদের প্রধান খাবার। এশিয় দ্বীপপুঞ্জের এই প্রজাতির বাদুড়।
আর এই ছবি সম্পর্কে যেটা জেনে রাখা প্রয়োজন, তা হল অন্যান্য প্রজাতির বাদুড়ের থেকে বড় হলেও তা কখনও মনুষ্য আকৃতির নয়। কিন্তু তাদের ডানা হয় বিশাল। কখনও কখনও তা পাঁচ ফুটও হতে পারে। আর এই কারণেই বাদুড়টিকে এত বড় দেখিয়েছে। সেইসঙ্গে রয়েছে আলোকচিত্রীর ক্যামেরার কৌশলও। আর সেজন্যই বাদুড়টিকে এতটা বড় দেখিয়েছে।
ট্যুইটে এই ছবি প্রায় দুই লক্ষ রিট্যুইট হয়েছে। লাইক পড়েছে ২.৭ লক্ষেরও বেশি। ছবির ক্যাপশনও ইন্টারনেট ইউজারদের নজর কেড়ে নিয়েছিল। এতে বলা হয়, মনে আছে, আমি বলেছিলাম, ফিলিপিন্সের মানুশের আকৃতির বাদুড় রয়েছে? হ্যাঁ, আমি এটার কথাই বলেছিলাম।
এর পরের ট্যুইটেই অবশ্য বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দিয়ে মনুষ্য-আকৃতি ট্যুইটের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
আর এই ছবিটি সম্পর্কে ইউজাররা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)