এক্সপ্লোর
১৭-১৮ই বারাণসী যেতে পারেন, স্কুলের বাচ্চাদের সঙ্গে নিজের জীবনভিত্তিক ছবি দেখে জন্মদিন কাটাবেন মোদী
বারাণসী: বারাণসীতে স্কুলের বাচ্চাদের সঙ্গে কাটিয়ে, তাঁরই জীবন কাহিনি নির্ভর একটি ছবি দেখে নিজের ৬৮-তম জন্মদিন পালন করবেন নরেন্দ্র মোদী। বারাণসী প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্র। সারাদিন তিনি থাকবেন শিশুদের সঙ্গে। বারাণসী জেলা প্রশাসনের জনৈক অফিসার আজ জানান, ১৭-১৮ সেপ্টেম্বর দুদিনের সফরে তিনি বারাণসী আসতে পারেন। সফর চলাকালে তিনি বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবেন, একটি জনসভায় ভাষণও দেবেন।
মোদীর জীবনীভিত্তিক ৩২ মিনিটের ছবির শিরোনাম ‘চলো জিতে হ্যায়’। স্কুলের বাচ্চাদের সঙ্গেই ছবিটি দেখবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কয়েক কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সেখানে এক বিশেষ স্বচ্ছতা অভিযান হবে, স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। ওই সরকারি অফিসার বলেন, প্রধানমন্ত্রীর সফরের ব্যাপারে, তিনি যেখানে যেখানে যাবেন, সেখানকার নিরাপত্তা সংক্রান্ত আয়োজন নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। যদিও সফরের চূড়ান্ত সূচি এখনও আসেনি।
গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও জেলা প্রশাসনের অফিসারদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুদিনের সফরের প্রস্তুতি খতিয়ে দেখেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement