Live Updates: ভ্যাকসিন তৈরির অগ্রগতি নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, মানুষের হাতে পৌঁছে দেওয়ার অপেক্ষায় রয়েছি: সিরাম ইনস্টিটিউট
The country awaits COVID-19 Vaccine. | ভ্যাকসিন নিয়ে মিলবে কি সুখবর? অপেক্ষায় গোটা দেশ।
LIVE
Background
নয়াদিল্লি: ভারতে কোন পর্যায়ে করোনাভাইরাসের ভ্যাকসিন? খতিয়ে দেখতে আজ আমদাবাদ-পুণে-হায়দরাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘুরে দেখবেন ৩ সংস্থার ল্যাব-দফতর। ভ্যাকসিন নিয়ে মিলবে কি সুখবর? অপেক্ষায় গোটা দেশ।
আজ প্রথমে গুজরাতের আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চাঙ্গোদরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানে তিনি জাইডাস ক্যাডিলাক সংস্থার তৈরি ভ্যাকসিন ‘জাইকোভ-ডি’-র অগ্রগতি খতিয়ে দেখবেন। এরপর তাঁর হায়দরাবাদে গিয়ে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’-এর অগ্রগতি খতিয়ে দেখার কথা। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন পুণেতে। সেখানে তিনি সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনের বিষয়টি খতিয়ে দেখবেন।
সকাল সাড়ে নটায় চাঙ্গোদর পার্কে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। এরপর দুপুর দেড়টায় তাঁর হায়দরাবাদে যাওয়ার কথা। বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি পুণেতে যাবেন বলে জানা গিয়েছে।