এক্সপ্লোর
Advertisement
বিশ্বজুড়ে একবার ব্যবহৃত প্লাস্টিক বয়কটের ডাক মোদির
মোদি আরও জানিয়েছেন, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ভারতে বনভূমি ৮ লক্ষ হেক্টর বেড়েছে।
নয়াদিল্লি: বিশ্বের বিভিন্ন অংশ মরুভূমিতে পরিণত হওয়া ঠেকানোর লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে একবার ব্যবহৃত প্লাস্টিক বয়কটের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ‘ভারতে একবার ব্যবহৃত প্লাস্টিক নিষিদ্ধ করা হবে। আমি বিশ্বাস করি, সারা বিশ্বেই একবার ব্যবহৃত প্লাস্টিককে বিদায় জানানোর সময় এসেছে।’
বিশ্বের ৬০টিরও বেশি দেশে একবার ব্যবহৃত প্লাস্টিকের বর্জ্য কমানোর লক্ষ্যে নিষেধাজ্ঞা ও লেভি আরোপ করা হয়েছে। তবে তার ফল কী হয়েছে, সেটা স্পষ্ট নয়। রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিষয়ক বিভাগের একটি রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বজুড়ে প্রতি বছর পাঁচ লক্ষ কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়। এই প্লাস্টিকগুলিকে একত্রিত করা হলে, প্রতি ঘণ্টায় সাতবার করে পৃথিবীকে মুড়ে ফেলা যাবে। মাত্র ৩০ শতাংশ দেশ জানিয়েছে, একবার ব্যবহৃত প্লাস্টিক উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। ভারতেও এই ধরনের প্লাস্টিক ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যের কথা উল্লেখ করেছেন।
Watch Live! https://t.co/6pntxg5Qo0
— PMO India (@PMOIndia) September 9, 2019
মোদি আরও জানিয়েছেন, ‘২০৩০ সালের মধ্যে ভূমিক্ষয়ের হাত থেকে বাঁচানো জমির পরিমাণ ২ কোটি ১০ লক্ষ হেক্টর থেকে বাড়িয়ে ২ কোটি ৬০ লক্ষ করাই ভারতের লক্ষ্য। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ভারতে বনভূমি ৮ লক্ষ হেক্টর বেড়েছে। ভারতে উন্নয়নমূলক প্রকল্পের জন্য গাছ কাটা হলে তার বদলে আরও বেশি গাছ লাগানো হয়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement