এক্সপ্লোর
রাখি পরিয়ে সাফল্য কামনা করলেন মোদির ‘পাকিস্তানি’ বোন
এই মহিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে মোদির আলাপ হয় দিল্লিতে। সেই সময় মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একজন সাধারণ কর্মী ছিলেন।

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: তিন দশক ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখি পরিয়ে আসছেন জন্মসূত্রে পাকিস্তানি মহিলা কামার মহসিন শেখ। এবারও তার ব্যতিক্রম হল না। প্রধানমন্ত্রীকে এবারও রাখি পরিয়ে তাঁর সাফল্য কামনা করলেন তিনি। কামার জানিয়েছেন, ‘আমি প্রতি বছর একবার করে দাদার হাতে রাখি বাঁধার সুযোগ পাই। আমি খুব খুশি। আগামী পাঁচ বছরের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। সারা বিশ্ব যেন তাঁর নেওয়া ইতিবাচক সিদ্ধান্তগুলিকে স্বীকৃতি দেয়।’
Qamar Mohsin Shaikh, PM Modi's rakhi sister: I get the opportunity to tie rakhi to elder brother once every year, I'm happy. I pray that the next 5 years go so well for him that the whole world recognizes the positive decisions he made. I pray for his good health. pic.twitter.com/ukmdpLbkcj
— ANI (@ANI) August 15, 2019
বিয়ের পর স্বামীর সঙ্গে ভারতে এসে গুজরাতের আমদাবাদে থাকা শুরু করেন কামার। তিনি এখনও সেখানেই আছেন। এই মহিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে মোদির আলাপ হয় দিল্লিতে। সেই সময় মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একজন সাধারণ কর্মী ছিলেন। সেই থেকেই তাঁদের সুসম্পর্ক। মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী, পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়ার পরেও সম্পর্ক অটুট। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















