নিজাম জাদুঘরে চুরির কিনারা, ধৃত ২, উদ্ধার হিরে-চুনি বসানো টিফিন-বক্স, মনিখচিত কাপ-প্লেট
হায়দরাবাদ: নিজামের জাদুঘরে হওয়া চুরির কিনারা করল হায়দরাবাদ পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বহুমূল্য সামগ্রী। হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনী কুমার জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মহম্মদ ঘুস পাশা ও তার আত্মীয় মহম্মদ মুবিনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে প্রায় ২ কিলো ওজনের হিরে ও চুনি খচিত তিন-কৌটো বিশিষ্ট টিফিন বক্স, মনিমুক্ত খচিত সোনার কাপ ও প্লেট এবং একটি সোনার চামচ। সবগুলিই সপ্তম নিজাম নবাব মীর ওসমান আলি খান বাহাদুর আমলের। পুলিশ জানিয়েছে, চুরি করার পর জিনিসগুলিকে একটি নালার মধ্যে লুকিয়ে রেখেছিল চোরেরা। ঘটনাটি ঘটে গত ২ সেপ্টেম্বর। এরপরই, সপ্তম নিজামের পৌত্র তথা নিজাম পরিবার কল্যাণ সংগঠনের সভাপতি নবাব নজাফ আলি খান পুলিশকে অনুরোধ করেন, অত্যন্ত গুরুত্ব সহকারে এই চুরির কিনারা করতে। পুলিশ মোট ১৫টি দল গঠন করে এই ঘটনার তদন্তে লাগায়। বিভিন্ন সূত্র মারফৎ খোঁজখবর নিয়ে চুরির কিনারা করে পুলিশ।