Punjab Election Result 2022: ''ইতিহাস মনে রাখে তাঁদের, যাঁরা ইতিহাস তৈরি করতে জানে'', ভগবন্ত সিংহ মানকে শুভেচ্ছাবার্তা কপিল শর্মার
Punjab Election Result 2022: মুখ্যমন্ত্রী হতে চলেছেন কমেডিয়ান ভগবন্ত সিংহ মান। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন কপিল শর্মা।
![Punjab Election Result 2022: ''ইতিহাস মনে রাখে তাঁদের, যাঁরা ইতিহাস তৈরি করতে জানে'', ভগবন্ত সিংহ মানকে শুভেচ্ছাবার্তা কপিল শর্মার Punjab Election Result 2022: Kapil Sharma reaction on Bhagwant Singh Mann for winning election, shared on Instagram Punjab Election Result 2022: ''ইতিহাস মনে রাখে তাঁদের, যাঁরা ইতিহাস তৈরি করতে জানে'', ভগবন্ত সিংহ মানকে শুভেচ্ছাবার্তা কপিল শর্মার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/67006d26e573f61064938607c84b6023_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অমৃতসর: পাঞ্জাবে সরকার গড়ছে আপ। দিল্লির পর এই প্রথম দেশের অন্য কোনও রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে আপ। মুখ্যমন্ত্রী হতে চলেছেন কমেডিয়ান ভগবন্ত সিংহ মান। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন কপিল শর্মা। নিজের বিয়ের রিসেপশনে ভগবন্ত সিংহ মানের সঙ্গে তোলা ছবি পোস্ট করে কপিল ইনস্টাগ্রামে লেখেন, ''ইতিহাস তাঁদেরই মনে রাখে, যাঁরা ইতিহাস তৈরি করতে জানে। ভগবন্ত সিংহ মান পাজিকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি শুধু ভোট জেতেননি, আপনি গোটা পাঞ্জাবের হৃদয় জিতে নিয়েছেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আপনার নেতৃত্বে পাঞ্জাব এক নতুন উচ্চতায় পৌঁছোতে পারবে।''
View this post on Instagram
কমেডিয়ান হিসেবেই তাঁকে চিনত গোটা দেশ। বিভিন্ন সময় নিজের কমেডির মধ্যে দিয়েই রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের বিভিন্ন দিকগুলোও তুলে ধরতেন। এবার নিজেই রাজনীতিতে নেমে বাজিমাত করেছেন। একইসঙ্গে পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও সবার আগেই রয়েছেন।
বৃহস্পতিবার পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। তাতে দিনের শেষে ৯২টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। ধুরি থেকে বিজয়ী হয়েছেন ভগবন্ত নিজেও।
কিন্তু জিতেই ভগবন্তের ঘোষণা, নিয়মমাফিক রাজভবনে নয়, পূর্বপুরুষের গ্রাম নওয়ানশহরের খাটকরকলাঁয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। একই ভাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ভগবন্তের নাম ঘোষণা হওয়ার পরও চমকে উঠেছিলেন অনেকে। চমক ছিল তাঁর নাম ঘোষণা ঘিরেও। টেলিভোটের মাধ্যমে পাঞ্জাববাসীর ৯৩ শতাংশ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন। তাতে অরবিন্দ কেজরিওয়ালকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)