এক্সপ্লোর
Advertisement
Samsung Galaxy M30s পাওয়া যাচ্ছে অনেকটাই কম দামে
কিছুদিন আগেই স্যামসাং তাদের নয়া Galaxy M31 স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এরইপরই এর পুরানো মডেল Galaxy M30s-র দাম কমানো হল। Amazon India-তে এই ফোন সবচেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে।
নয়াদিল্লি: কিছুদিন আগেই স্যামসাং তাদের নয়া Galaxy M31 স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এরইপরই এর পুরানো মডেল Galaxy M30s-র দাম কমানো হল। Amazon India-তে এই ফোন সবচেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে।
Galaxy M30s এর 4GB RAM + 64GB মডেলের দাম প্রথমে যেখানে ১৫,৫০০ টাকা ছিল, সেখানে এখন তা ১২,৯৯৯ টাকায় কিনতে পারেন গ্রাহকরা। অর্থাত্ এই ফোনে ২৫০১ টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, রয়েছে ৭৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এর 6000mAh ব্যাটারি। পূর্ণ চার্জে তা একদিনেরও বেশি চলে যায়।
Galaxy M30s –এর ক্যামেরা ফিচার্স
Galaxy M30s-তে ফটোগ্রাফির জন্য রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ (৪৮ মেগাপিক্সের প্রাইমারি ক্যামেরা, আট মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং পাঁচ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Galaxy M30s- স্পেসিফিকেশনস
পারফরম্যান্সের জন্য রয়েছে অক্টাকোর স্যামস্যাং অ্যাক্সিনোস 9611 চিপসেট।এই ফোন ওয়ান ইউআই ও অ্যান্ড্র্য়েড 9.0 পাই অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে Widevine L1 সার্টিফিকেশন মিলবে, যার ফলে এসে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের এইচডি ভিডিও দেখা যাবে। এছাড়াও এই ফোনে 6.4 ইঞ্চির ইনফিনিটি ইউ সুপার এমোলেড ডিসপ্লে রয়েছে। এর রেজোলিউশন 1080x2340।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement