এক্সপ্লোর
Advertisement
আধার সাংবিধানিক ভাবে বৈধ, জানাল সুপ্রিম কোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়, আয়কর রিটার্ন দাখিলে, প্যান নম্বর পেতে দিতেই হবে, বলল বেঞ্চ
নয়াদিল্লি: # আধার প্রকল্প সাংবিধানিক ভাবে বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
# আধার প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বেঞ্চের মত, সর্বসেরা হওয়ার চেয়ে অভিনব হওয়া ভাল। আধার এক অভিনব ব্যাপার। বিচারপতি এ কে সিকরি আধার নিয়ে নিজের, প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকরের পক্ষে রায় জানালেন।
#পাশাপাশি সুপ্রিম কোর্ট বলল, আধার আইনে এমন কিছু নেই যা ব্যক্তির গোপনীয়তা লঙঘন করে।
# ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়, বলল বেঞ্চ।
#টেলিকম কোম্পানিগুলি আধার লিঙ্ক করতে বলতে পারবে না গ্রাহকদের।
#আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে বাধ্যতামূলক আধার।
# প্যান নম্বর পেতে গেলেও দিতে হবে আধার নম্বর।
#কোনও শিশুকে আধার নম্বর না থাকার জন্য কোনও স্কিমের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না।
#সিবিএসই, এনইইটি, ইউজিসি আধার বাধ্যতামূলক করতে পারবে না, স্কুলে ভর্তির ক্ষেত্রেও বাধ্যতামূলক নয় আধার, জানিয়ে দিল শীর্ষ আদালত।
# আধার নথিভুক্তিকরণের জন্য ন্যূনতম বায়োমেট্রিক, ডেমোগ্র্যাফিক তথ্য নিয়েছে ইউএডিএআই। আধার পরিচয়পত্র সমাজের একেবারে অবহেলিত অংশকে ক্ষমতা দিচ্ছে, পরিচিতির প্রমাণ দিচ্ছে।
# ডুল্পিকেট অর্থাত নকল আধার কার্ড পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
# মানুষের মর্যাদার ধারণাকে আরও জোরদার করল বেঞ্চের রায়, বললেন বিচারপতি সিকরি।
# আধারের জন্য দেওয়া তথ্য সুরক্ষিত রাখার জোরদার ব্যবস্থা চালু করতে হবে যথা শীঘ্র সম্ভব।
# বেসরকারি সংস্থাগুলিকে আধার তথ্য সংগ্রহ করার অনুমতি দেওয়া আধার আইনের ৫৭ অনুচ্ছেদ বাতিল করে দিল শীর্ষ আদালত।
#বেআইনি অনুপ্রবেশকারীদের আধার না দিতে নির্দেশ সরকারকে।
#আধার বৈধকরণ সংক্রান্ত তথ্য ৬ মাসের বেশি মজুত রাখা যাবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement