এক্সপ্লোর
Advertisement
নয়াদিল্লি থেকে গুয়াহাটিতে আনা হল শারজিল ইমামকে, চারদিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত
গুয়াহাটিতে আনার পরেই আদালতে পেশ করা হয় শারজিলকে।
গুয়াহাটি: অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলার অভিযোগে গ্রেফতার হওয়া জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শারজিল ইমামকে নয়াদিল্লি থেক আজ গুয়াহাটিতে নিয়ে এল পুলিশ। তাঁকে চারদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
গুয়াহাটির অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (অপরাধ) নবনীত মহন্ত জানিয়েছেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন অসমকে ভারতের বাকি অঞ্চলগুলি থেকে বিচ্ছিন্ন করার ডাক দেন শারজিল। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করে পুলিশ। তাঁকে বিহারের জেহানাবাদ থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁকে নয়াদিল্লি নিয়ে গিয়ে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। আদালত তাঁকে অসম পুলিশের হেফাজতে দেয়। এরপর তাঁকে ট্রেনে করে অসমে নিয়ে আসা হয়। তাঁকে আগামী কয়েকদিন ধরে জেরা করার পাশাপাশি বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন।’
অন্যদিকে, শারজিলের ভাই মুজ্জাম্মিল ট্যুইট করে অভিযোগ করেছেন, ‘আইনজীবী ও পরিবারকে না জানিয়েই আমার ভাই শারজিল ইমামকে গোপনে অসমে নিয়ে আসা হয়েছে। আমরা সবাই তাঁর নিরাপত্তা ও সুস্থতা নিয়ে চিন্তিত। তাঁর গোপন করার মতো কিছুই নেই। তিনি তদন্তে সহযোগিতা করছেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement