এক্সপ্লোর
Advertisement
করোনা ছড়ালে নির্দিষ্ট সম্প্রদায়ের দিকে আঙুল উঠবে, মহরমের তাজিয়া বার করার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷
নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে মহরমের তাজিয়ার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট৷ দেশের সর্বোচ্চ আদালতের রায়, এই অতিমারি পরিস্থিতিতে মহরমের তাজিয়া বার করার অনুমতি দেওয়া যাবে না৷ কারণ, তাজিয়ায় প্রচুর মানুষের সমাগম হয় আর করোনা সংক্রমণ ছড়ালে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের দিকে আঙুল তোলা হবে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর করোনা ছড়ানোর দায় চাপিয়ে তাদের নিশানা করা হবে৷ দেশের প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চ শিয়া নেতা সৈয়দ কালবে জাওয়াদকে বলে, 'আপনি চাইছেন, এই সম্প্রদায়ের জন্য গোটা দেশকে অস্পষ্ট দিশা দেখাতে৷' এরপরেই আবেদনকারীর আইনজীবী আদালতকে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার উদাহরণ দেন৷
প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, সেটি সম্পূর্ণ একটি পৃথক বিষয়৷ দেশের প্রধান বিচারপতি বলেন, 'পুরীর বিষয়টি একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ৷ একটি রথ এ থেকে বি পয়েন্টে যাচ্ছে৷ মহরমও যদি কোনও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকত, আমরা ঝুঁকি বুঝলেও হয়তো অনুমতি দিতাম৷ আমরা জেনারেল অর্ডার দিতে পারি না। তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। করোনা সংক্রমণের জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে দায়ী করা হবে৷ যা একেবারেই অনভিপ্রেত।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement