এক্সপ্লোর
আপত্তিকর সিডি-কাণ্ডে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট
সিবিআই-এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, দুই সাক্ষীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলায় তাঁদের ভয় দেখানো হচ্ছে।

নয়াদিল্লি: আপত্তিকর সিডি-কাণ্ডে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে রাজ্যের বাইরে মামলা স্থানান্তরিত করার আর্জির বিষয়ে বাঘেলকে নোটিসও দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এস এ ববদে ও বিচারপতি এস এ নাজিরের বেঞ্চ। সিবিআই-এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, দুই সাক্ষীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলায় তাঁদের ভয় দেখানো হচ্ছে। সেই কারণেই রাজ্যের বাইরে মামলা নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে সিবিআই। ছত্তীসগঢ়ের প্রাক্তন পূর্তমন্ত্রী রাজেশ মুনাতের অভিযোগ, বাঘেল সহ পাঁচজন চক্রান্ত করে আপত্তিকর সিডি ছড়িয়ে দেন। সেই সিডি জাল। এই অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালের সেপ্টেম্বরে বাঘেলের বিরুদ্ধে মামলা করে সিবিআই। ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনের আগে গ্রেফতার হন বাঘেল। পরে তিনি জামিন পান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















