এক্সপ্লোর
Advertisement
ট্রেনে যাত্রীদের চা, কফির দাম বাড়াচ্ছে রেল
নয়াদিল্লি: ট্রেনে যাত্রীদের দেওয়া চা, কফির দাম বাড়ানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের। সব জোনকে রেল বোর্ডের তরফে পাঠানো সার্কুলারে তা জানিয়ে দেওয়া হয়েছে। ১৭০ এমএলের ব্যবহার করে ফেলে দেওয়া কাপে টি ব্যাগসমেত ১৫০ এমএল চায়ের দাম ৭ থেকে বেড়ে হচ্ছে ১০ টাকা, ১৫০ এমএল কফির দামও বেড়ে একই হচ্ছে। তবে রেডিমেড স্ট্যান্ডার্ড চায়ের দাম প্রতি কাপ ৫ টাকাই থাকবে।
জনৈক রেলের অফিসার বলেছেন, আইআরসিটিসির প্রস্তাবে সায় দিয়েছে রেলবোর্ড। এটা যত্সামান্য বৃদ্ধি। আজকাল খুব বেশি যাত্রী অর্ডার করেন না বলে পটে চা দেওয়ার রীতিও তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এমন অনেক কিছুই আমরা বর্জন করার চেষ্টা করছি যেগুলি স্রেফ আড়ম্বর। পটে চা (২৮৫ এমএল), সঙ্গে দুটি টি ব্যাগ, ২টি সুগার পাউচ, যার দাম ছিল ১০ টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। ১৫ টাকায় পটে কফি (২৮৫ এমএল), সঙ্গে দুটি ইনস্ট্যান্ট কফি স্যাচেট ও দুটি সুগার পাউচও দেওয়া হচ্ছে না।
বোর্ড সব জোনকে প্রয়োজনমতো লাইসেন্স ফি বদল করে দাম নির্ধারিত করতে নির্দেশ দিয়েছে।
আইআরসিটিসি প্যান্ট্রি কার থাকা প্রায় ৩৫০ ট্রেনে পরিষেবা দেয়। রাজধানী, শতাব্দীর খাবারের দাম একই থাকছে কেননা সেই ট্রেনগুলিতে ফুড প্যাকেজের খরচ টিকিটের দামেই ধরা থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement