স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর থেকে বারাণসীতে রয়েছেন তেজপ্রতাপ!
নয়াদিল্লি: স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর আচমকা ‘বেপাত্তা’ হওয়া রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজপ্রতাপ যাদবের অবশেষে খোঁজ মিলল। লালুপ্রসাদ যাদবের বড় ছেলে এই মুহূর্তে রয়েছেন বারাণসীতে। জানা গিয়েছে, রাঁচিতে বাবার সঙ্গে দেখা করার পর আর বাড়ি ফেরেননি তেজপ্রতাপ। সোজা চলে যান বারাণসীতে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তাঁর মা রাবড়ীদেবী এখন ছেলের ঘরে ফেরার অপেক্ষা করছেন।
তবে, দলের এক নেতা অবশ্য জানিয়েছেন, সোমবার থেকেই বারাণসীতে রয়েছেন তেজপ্রতাপ। ওই নেতা বলেন, তেজপ্রতাপ কখনই বেপাত্তা হননি। সর্বদা ঘনিষ্ঠ কয়েকজনেক সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। তিনি জানান, স্ত্রীকে ডিভোর্স দেওয়ার বিষয়ে মা সহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। যার জেরে ক্ষুব্ধ তেজপ্রতাপ কিছুদিনের জন্য চলে আসেন।
ওই নেতার দাবি, সংবাদমাধ্যমের কাছে নিজের ডিভোর্সের কথা ঘোষণা করার পর শান্তি পেতে তিনি বারাণসী চলে আসেন। ওই নেতা বলেন, তেজপ্রতাপ আদতে ভীষণই ধার্মিক ব্যক্তি। তবে, তাঁর এই সিদ্ধান্তে পরিবারের লোকেরা খুশি ছিলেন না। তাঁরা তেজপ্রতাপের এই সিদ্ধান্ত মেনে নেননি। ওই নেতা আরও যোগ করেন, এর আগে, বিবাহিত জীবনের শেষ ক’টা দিন তেজপ্রতাপ বৃন্দাবনে কাটিয়েছিলেন। তবে, ওই নেতার আশা, শীঘ্রই ঘরে ফিরবেন তেজ।