এক্সপ্লোর
Advertisement
এখানে কোনও বিদ্বেষ নেই, কৈলাস-মানস সরোবর থেকে বার্তা রাহুলের
নয়াদিল্লি: কৈলাস মানস সরোবর যাত্রায় রাহুল গাঁধী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি। সঙ্গে বার্তাও।
নিজের টুইটার হ্যান্ডলে কংগ্রেস সভাপতি লেখেন, মানস সরোবরের জল এত স্থির, এত শান্ত এবং এত কোমল। এই জল সব দেয়, অথচ কিছুই হারায় না। যে কেউ এই জল খেতে পারেন। এখানে কোনও ঘৃনা নেই। তাই ভারতে এই জলকে সকলে পুজো করে।
https://twitter.com/RahulGandhi/status/1037200078673522699আরেকটি টুইটে তিনি লেখেন, যখন ডাক আসে তখনই কেউ কৈলাসে যেতে পারেন। আমি এই সুযোগ পাওয়ায় খুশি। এই সুন্দর যাত্রায় যা দেখব, আপনাদের সঙ্গে তা ভাগ করে নেব। টুইটারে ২টো ছবিও পোস্ট করেন তিনি।
https://twitter.com/RahulGandhi/status/1037185035881902080প্রসঙ্গত, গত এপ্রিল মাসে কর্নাটকে ভোটপ্রচারে যাওয়ার সময়ে তাঁর বিমান মাঝআকাশে কয়েক’শ ফুট আচমকা নীচে নেমে এসেছিল। এরপরই, কৈলাস-যাত্রার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রাহুল। গত ৩১ অগাস্ট তিনি নেপালে পৌঁছন। তারপর সেখান থেকে কৈলাসের উদ্দেশে রওনা দেন।
https://twitter.com/RahulGandhi/status/1035477342704074752
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement