এক্সপ্লোর
আইএসআই-এর হামলার ছক, পঠানকোটের দু’টি রেলস্টেশনে সতর্কতা
পঠানকোট ক্যান্টনমেন্ট ও পঠানকোট জংশন স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পঠানকোট: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হামলার ছকের খবর মেলায় পঠানকোটের দু’টি রেলস্টেশনে চূড়ান্ত সতর্কতা জারি করা হল। জিআরপি-র পক্ষ থেকে পঠানকোটের বাসিন্দাদের একটি চিঠি দিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। সম্প্রতি জঙ্গিরা রেলস্টেশনে হামলা চালানোর হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। এরপরেই পঠানকোট ক্যান্টনমেন্ট ও পঠানকোট জংশন স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোথাও সন্দেহজনক কোনও বস্তু পড়ে থাকতে দেখলে নিরাপত্তারক্ষীদের খবর দিতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। স্টেশনগুলির কর্মীদেরও গাড়ি রাখার জায়গা এবং যেখানে বেশি যাত্রী জড়ো হন সেখানে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















