এক্সপ্লোর
চাঁদে আছড়ে পড়ে বিক্রম, সংশ্লিষ্ট এলাকার ছবি প্রকাশ করে জানাল নাসা
নাসা বলেছে, বিক্রমের হার্ড ল্যান্ডিং হয়, চন্দ্রপৃষ্ঠে ঠিক কোথায় সে রয়েছে এখনও জানতে পারেনি তারা।

ওয়াশিংটন: চাঁদের চারপাশ প্রদক্ষিণ করা তাদের লুনার রিকন্যাইস্যান্স অরবিটার ক্যামেরা বা এলআরওসি-র ছবি প্রকাশ করে নাসা জানাল, চন্দ্রযান ২-র ল্যান্ডার বিক্রম যেভাবে চাঁদের পিঠে নামবে বলে আশা করা হয়েছিল, তা ঘটেনি। সফট ল্যান্ডিং হয়নি, চাঁদের পিঠে আছড়ে পড়ে সে। ৭ তারিখ বিক্রমের নামার কথা ছিল চাঁদের এখনও পর্যন্ত অস্পৃষ্ট দক্ষিণ মেরুতে। সিম্পেলিয়াস এন ও মাঞ্জিনাস সি খাদের মাঝে একটি ছোট জায়গায় তার ল্যান্ডিং হবে বলে ঠিক ছিল। কিন্তু অবতরণের কিছু আগে ইসরোর সঙ্গে বিক্রমের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। নাসা বলেছে, বিক্রমের হার্ড ল্যান্ডিং হয়, চন্দ্রপৃষ্ঠে ঠিক কোথায় সে রয়েছে এখনও জানতে পারেনি তারা। নাসার এলআরওসি যে হাই রেজলিউশন ছবিগুলি পাঠিয়েছে, তাতে যেখানে বিক্রমের নামার কথা ছিল তার কেন্দ্র থেকে দেড়শ কিলোমিটার আশপাশের দৃশ্য ধরা পড়েছে। ল্যান্ডিং সাইটের ওপর দিয়ে ১৭ তারিখ যায় এলআরও, তাতে যে ছবিগুলি উঠেছে তাতে বিক্রমকে দেখা যায়নি। এরপর ১৪ অক্টোবর ফের ওই এলাকা দিয়ে যাবে এলআরও, তখন আলো আরও বেশি থাকবে ফলে ছবি আরও স্পষ্ট উঠবে বলে জানিয়েছেন লুনার রিকন্যাইস্যান্স অরবিটার মিশনের ডেপুটি প্রজেক্ট সায়েন্টিস্ট জন কেলার। ল্যান্ডিং এরিয়ার ছবি যখন তোলা হচ্ছিল, তখন অন্ধকার ছিল, ফলে বেশিরভাগ এলাকাজুড়ে বিশাল ছায়া। হয়তো বিক্রম ল্যান্ডার ওই ছায়ায় ঢাকা পড়েছে। কিন্তু অক্টোবরে যখন এলআরও ওই এলাকার ওপর দিয়ে যাবে তখন আলো বেশি থাকবে ফলে ল্যান্ডারের ছবি তাতে ধরা পড়তে পারে। জানিয়েছে নাসা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















