এক্সপ্লোর
Advertisement
বীরেন্দ্র সহবাগের স্ত্রীকে প্রতারণার অভিযোগ, তদন্ত শুরু দিল্লি পুলিশের ইকনমিক অফেন্স উইংয়ের
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগের স্ত্রীকে প্রতারণার একটি অভিযোগ সামনে এসেছে। তাঁকে প্রতারিত করার অভিযোগ জানিয়ে বীরেন্দ্র সহবাগের স্ত্রী আরতী সহবাগ আর্থিক অপরাধ বিভাগ বা ইকোনমিক অফেন্স উইং (ইওডব্লু)-র দ্বারস্থ হয়েছেন এবং এই ঘটনায় একটি এফআইআরও দায়ের করা হয়েছে।
নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগের স্ত্রীকে প্রতারণার একটি অভিযোগ সামনে এসেছে। তাঁকে প্রতারিত করার অভিযোগ জানিয়ে বীরেন্দ্র সহবাগের স্ত্রী আরতী সহবাগ আর্থিক অপরাধ বিভাগ বা ইকোনমিক অফেন্স উইং (ইওডব্লু)-র দ্বারস্থ হয়েছেন এবং এই ঘটনায় একটি এফআইআরও দায়ের করা হয়েছে।
আরতীর অভিযোগ, দিল্লির অশোক বিহারের রোহিত কক্কর নামে এক ব্যক্তি তাঁকে প্রতারিত করেছেন। আরতী রোহিতের সঙ্গে একটি ব্যবসায়ের অংশীদার হয়েছিলেন। আরতী, রোহিত সহ ছয় জন এই সংস্থার অংশীদার ছিলেন। আরতীর অভিযোগ, বাকি অংশীদারদের সঙ্গে মিলে রোহিত তাঁর সঙ্গে প্রায় চাড়ে চার কোটি টাকার প্রতারণা করেছেন।
আরতীর অভিযোগ, ওই ব্যক্তিরা তাঁকে অন্ধকারে রেখেই তাঁর নাম ভাঙিয়ে অন্য একটি কোম্পানির কাছ থেকে সাড়ে চার কোটি টাকার ঋণ নেন। এই কাজে তাঁর স্বামী বীরেন্দ্র সহবাগের নামও অভিযুক্তরা ব্যবহার করেন বলে আরতীর অভিযোগ। ঋণ নেওয়ার জন্য তাঁর সইও জাল করা হয় বলে অভিযোগ আরতীর।
আরতী বলেছেন, যখন তিনি অংশীদার হয়েছিলেন, তখন ঠিক হয়েছিল যে তাঁর অনুমোদন ছাড়া কোনও কাজ হবে না। আরতীর অভিযোগের ভিত্তিকে দিল্লি পুলিশের ইওডব্লু সেল অভিযুক্তদের বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement