TMC News: এবার কি পুরপ্রধান বদল হতে চলেছে তুফানগঞ্জ পুরসভাতেও?
ABP Ananda Live: মেখলিগঞ্জের পথে হেঁটে এবার কি পুরপ্রধান বদল হতে চলেছে তুফানগঞ্জ পুরসভাতেও? কোচবিহারে ফের তৃণমূলের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে।
মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণা ?
মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণার অভিযোগ । প্রতারণার ফাঁদে মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকজন যুবক । অজিত বন্দোপাধ্যায়ের নাম করে চাকরি ও রেশন ডিলারশিপ পাইয়ে দিতে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ । মালদার বৈষ্ণনগর, মালদা থানা ও মুর্শিদাবাদের ফরাক্কা থানায় অভিযোগ দায়ের । মালদা পুলিশ সুপারকে ই-মেল মারফত অভিযোগ । মালদা-মুর্শিদাবাদে ৮ জনের থেকে কয়েক দফায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
এবার পুরুলিয়ায় বাঘের হানা। ঘন ঘন ডেরা বদল
এবার পুরুলিয়ায় বাঘের হানা। ঘন ঘন ডেরা বদল। বান্দোয়ান থেকে মানবাজার, জঙ্গলে ঘুরছে রয়্যাল বেঙ্গল। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ছবি। সতর্ক বন দফতর।


















