এক্সপ্লোর
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ভয়েস কল, এসএমএস, টুজি মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের চালু সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত
ত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

জম্মু: প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আজ থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ফের চালু হয়ে গেল ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট পরিষেবা। এছাড়া মোবাইল ফোনে ভয়েস কল, এসএমএস পরিষেবাও চালু হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত।
গত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে জম্মুতে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়। লাদাখেও মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়। কিন্তু এতদিন কাশ্মীরে বন্ধ ছিল ইন্টারনেট। তবে আজ সরকারের মুখপাত্র রোহিত কনসল জানিয়েছেন, জম্মুর ১০টি জেলা এবং কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরা জেলায় পোস্ট পেইড মোবাইল ফোনে টুজি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। এছাড়া সব প্রি-পেইড সিমে ভয়েস কল ও এসএমএস পরিষেবাও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সংস্থাকে ইন্টারনেট ব্যবহারকারীদের পরিচয়পত্র খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই জম্মুর ১০টি জেলা এবং উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরা জেলায় ফিক্সড লাইন ইন্টারনেট পরিষেবা চালু করা হচ্ছে। তবে বদগাম, গান্দেরবাল, বারামুলা, শ্রীনগর, কুলগাম, অনন্তনাগ, শোপিয়ান, পুলওয়ামা সহ কাশ্মীরের ১০টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
আইপিএল
Advertisement
