WB Corona LIVE Updates: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৮ হাজারেরও বেশি
গত বেশ কয়েকদিনের ধারা বজায় রেখে করোনার ভয়াবহ চিত্র অব্যাহত কলকাতা ও উত্তর ২৪ পরগণায়। এই দুই জেলাতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩ হাজার ৯৭৩ ও ৩ হাজার ৯৮২ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, কলকাতা ও উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কলকাতা ২৫ ও উত্তর ২৪ পরগণায় ২৭ জন প্রাণ হারিয়েছেন।

Background
কলকাতা: রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। আগের সব রেকর্ড ভেঙে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল ১৮ হাজারের গণ্ডি! বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী ,গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ১৮ হাজার ১০২ জন। মৃতের সংখ্যা ১০০ পেরিয়ে গিয়েছে।
গত বেশ কয়েকদিনের ধারা বজায় রেখে করোনার ভয়াবহ চিত্র অব্যাহত কলকাতা ও উত্তর ২৪ পরগণায়। এই দুই জেলাতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩ হাজার ৯৭৩ ও ৩ হাজার ৯৮২ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, কলকাতা ও উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কলকাতা ২৫ ও উত্তর ২৪ পরগণায় ২৭ জন প্রাণ হারিয়েছেন।
করোনা কালের কালো মেঘে ঢাকা এই দুঃসময়ে অবশ্য কিছুটা সোনালি রেখাও রয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারণ ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন ১৭ হাজার ০৭৩ জন। যাও রেকর্ড। এর ফলে এই মুহূর্তে বঙ্গে করোনাজয়ীদের শতকরা গিয়ে দাঁড়াল ৮৫. ৪১ শতাংশে।
বুধবার রাজ্যে বাড়তে থাকা করোনা রুখতে আংশিক লকডাউনে আরও কড়াকড়ির সিদ্ধান্ত জানিয়েছে রাজ্য সরকার। আজ থেকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ । গণ পরিবহনের বাস ও মেট্রো সংখ্যাও অর্ধেক করে দেওয়া হচ্ছে। সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ হাজিরায় কাজ ও বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের কথা বলা হয়েছে নির্দেশিকায়।
বিমানে চড়ে কাউকে রাজ্যে প্রবেশ করতে হলে বাধ্যতামূলক করা হয়েছে নেগেটিভ করোনা রিপোর্ট। সকাল ৭টা থেকে ১০ ও বিকেল ৫ টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বাজার খোলা থাকার কথা জানানো হলেও আগের নির্দেশ মতোই রেস্তোরাঁ, শপিং মল, বার, স্পা বন্ধই থাকছে। হোম ডেলিভারি, ওষুধ ও মুদিখানার দোকান অবশ্য লকডাউনের আওতার বাইরেই থাকছে।
WB Corona Live Update: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৮ হাজারেরও বেশি
রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৮,৪৩১ জন। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৩৫,০৬৬। নতুন করে মৃত্যু হয়েছে ১১৭ জনের। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১,৯৬৪।
WB Corona Live Updates: পর্যাপ্ত অক্সিজেনের দাবিতে হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ
হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন নেই। দ্রুত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আজ নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র ডাক্তাররা। যদিও হাসপাতালের মেডিক্যাল সুপারের দাবি, অক্সিজেন আছে। আজ রাতের মধ্যে আরও বেশি পরিমাণে অক্সিজেন এসে যাবে।




















