WB Corona LIVE Updates: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৮ হাজারেরও বেশি
গত বেশ কয়েকদিনের ধারা বজায় রেখে করোনার ভয়াবহ চিত্র অব্যাহত কলকাতা ও উত্তর ২৪ পরগণায়। এই দুই জেলাতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩ হাজার ৯৭৩ ও ৩ হাজার ৯৮২ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, কলকাতা ও উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কলকাতা ২৫ ও উত্তর ২৪ পরগণায় ২৭ জন প্রাণ হারিয়েছেন।
LIVE

Background
WB Corona Live Update: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৮ হাজারেরও বেশি
রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৮,৪৩১ জন। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৩৫,০৬৬। নতুন করে মৃত্যু হয়েছে ১১৭ জনের। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১,৯৬৪।
WB Corona Live Updates: পর্যাপ্ত অক্সিজেনের দাবিতে হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ
হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন নেই। দ্রুত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আজ নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র ডাক্তাররা। যদিও হাসপাতালের মেডিক্যাল সুপারের দাবি, অক্সিজেন আছে। আজ রাতের মধ্যে আরও বেশি পরিমাণে অক্সিজেন এসে যাবে।
WB Corona Live Update: চিন থেকে কলকাতায় এল ৪৩০টি অক্সিজেন কনসেনট্রেটর
চিন থেকে কলকাতায় এল ৪৩০টি অক্সিজেন কনসেনট্রেটর। পৌঁছে গেল কলকাতা পুরসভা, একাধিক বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। গত সপ্তাহেও রাজ্যে আসে ১ হাজার কনসেনট্রেটর। সব মিলিয়ে এদেশে প্রায় দু’হাজার অক্সিজেন কনসেনট্রেটর প্রতিবেশী দেশ।
WB Corona LIVE Updates: অক্সিজেন কালোবাজারির অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী
শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি। অক্সিজেন কালোবাজারির অভিযোগে উত্তরপাড়া থেকে গ্রেফতার এক ব্যবসায়ী। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি খালি ও ভর্তি সিলিন্ডার।
WB Corona LIVE Updates: বনগাঁয় বাড়িতে ১২ ঘণ্টা পড়ে করোনা আক্রান্ত মৃতের দেহ
বনগাঁয় বাড়িতে ১২ ঘণ্টা পড়ে করোনা আক্রান্ত মৃতের দেহ। ৬৬ বছরের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হন বলে দাবি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বেড পাওয়া যায়নি বলে পরিবারের অভিযোগ। হাসপাতাল থেকে ফিরিয়ে আনার পথেই তাঁর মৃত্যু হয়। তারপর থেকে বাড়িতে পড়ে মৃতদেহ। পঞ্চায়েতে যোগাযোগ করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্ধতিগত কারণেই দেরি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
