WB Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন
Get Latest West Bengal Coronavirus Live Updates:দৈনিক সংক্রমণে কলকাতাকে আগেই টপকে গেছিল উত্তর ২৪ পরগনা। বুধবার এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথমবার চার হাজার পার করল।গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৯ জন।

Background
কলকাতা: গণ বিপর্যয়ের মুখে দেশ। এই উল্লেখ করে বুধবার প্রধানমন্ত্রীকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে, চিঠি লিখলেন সনিয়া গান্ধী-মমতা বন্দ্যোপাধ্যায়রা।একইদিনে সুপ্রিম কোর্ট বলল, সিনিয়র সিটিজেনদের কেন বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র?ভ্যাকসিনের জোগান দ্রুত বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।সব মিলিয়ে ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে দেশজোড়া উদ্বেগ!
তুঙ্গে ভ্যাকসিনের চাহিদা...ভ্যাকসিনের যোগান না থাকায় মহারাষ্ট্রে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন বন্ধ...এ রাজ্যে বারাসতে ভ্যাকসিনের লাইনে হাতাহাতি!
আর এসবের মধ্যেই গোটা দেশের মতো রাজ্যেও ভয়ঙ্কর করোনা।এতদিন যা হয়নি!! বুধবার হল তাই!
দৈনিক সংক্রমণে কলকাতাকে আগেই টপকে গেছিল উত্তর ২৪ পরগনা। বুধবার এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথমবার চার হাজার পার করল।গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৯ জন।
দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা।গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ২৭।দৈনিক মৃত্যু ও সংক্রমণে এদিন নতুন রেকর্ড তৈরি হয়েছে।গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এই নিয়ে লাগাতার আট দিন ধরে রোজ ১০০-র বেশি মৃত্যু হচ্ছে বাংলায়!সব মিলিয়ে ভয়ঙ্কর মৃত্যুমিছিল।এরইমধ্যে সংক্রমণের গ্রাফও ঊর্ধ্বমুখী।গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭৭ জন।
বেড়ে চলা করোনার প্রকোপের মধ্যে এলাকা জীবাণুমুক্ত করতে ২০টি স্যানিটাইজেশন মেশিন কিনল কলকাতা পুরসভা। আগের যন্ত্রগুলো খারাপ হয়ে যাওয়ায় নতুন মেশিন কেনা হল। পুরসভা সূত্রে খবর, প্রতিটি মেশিনের দাম ২২ হাজার টাকা।এগুলো দিয়ে দোতলা ও তিনতলা বাড়ি জীবাণুমুক্ত করা যাবে।
পুরসভা সূত্রে আরও জানা গেছে, বিভিন্ন জায়গা থেকে আরও ৬০টি মেশিন পাওয়া যাবে। এছাড়া ১০০টি স্যানিটাইজেশন মেশিন কেনার বরাত দেওয়া হয়েছে।
West Bengal Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন
গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনামুক্তির হার পৌঁছে গেল ৮৬.৬৮ শতাংশে।
WB Corona LIVE: রাজ্যে দৈনিক সংক্রমণ ২১ হাজার ছুঁইছুঁই
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। এই সময়পর্বে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১২৯ জন রাজ্যবাসীর।






















