WB Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন
Get Latest West Bengal Coronavirus Live Updates: নতুন করে করোনা সংক্রমিত ১১ হাজার ৫১৪ জন।
LIVE
Background
স্বস্তি দিয়ে রাজ্যে অনেকটাই কমেছে কোভিড সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২,১৯৩ জন। রাজ্যে এই সময়পর্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। সবমিলিয়ে ২৮ মে পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩,৩১২৪৯। মোট মৃত্যু ১৫,১২০ জনের।
পাশাপাশি বুলেটিন বলছে, একদিনে সুস্থ হয়েছেন ১৯,৩৯৬ জন। বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০.৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯,৩৯৬ জন। যেই সংখ্যাটা সংক্রমিতের তুলনায় অনেকটাই বেশি। এ নিয়ে রাজ্যে মোট করোনামুক্তর সংখ্যা দাঁড়ালো ১২,১৮,৫১৬ জন।
কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১৮৫৭ জন, মৃত ৩০। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ২৫২৫ জন, মৃত ৪৩ জন। জেলাতেও সংক্রমণ নিম্নমুখী। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৫২৫ জন। মৃত্যু হয়েছে ৪৩ জনের। কলকাতায় একদিনে আক্রান্ত ১ হাজার ৮৫৭। মারা গিয়েছেন ৩০ জন।
West Bengal Corona LIVE: রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত বেড়ে ৩
বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রের দাবি। এখনও পর্যন্ত রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে মিউকরমাইকোসিস ছত্রাক সংক্রমণে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের পরীক্ষায় ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্ত ২৩।
WB Corona LIVE: রাজ্যের করোনাচিত্র
উত্তর ২৪ পরগণা ও কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়ার করোনাচিত্রও চিন্তা বজায় রেখেছে।
West Bengal Corona LIVE: উত্তর ২৪ পরগণা ও কলকাতার করোনাচিত্র
গত একদিনে উত্তর ২৪ পরগণা নতুন করে করোনা সংক্রমিত ২ হাজার ৪৪১ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিকে, এই সময়পর্বে কলকাতায় কোভিড কেড়েছে ৪৪ জনকে। পাশাপাশি নতুন করে সংক্রমণের কবলে পড়েছেন ১ হাজার ৭৩৫ জন
WB Corona LIVE: রাজ্যে এই প্রথমবার পজিটিভিটি রেট ছাড়িয়ে গেল এগারোর গণ্ডি
গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়ে করোনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৫১৮ জনের। যার মধ্যে পজিটিভ ১১ হাজার ৫১৪ জন। শতাংশের হিসেবে যা ১১.০১ শতাংশ। রাজ্যে এই প্রথমবার পজিটিভিটি রেট ছাড়িয়ে গেল এগারোর গণ্ডি।
West Bengal Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন
গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। যার সুবাদেই একধাক্কায় ৭ হাজার ৪০৮ জন কমে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমেছে ১ লক্ষ ২ হাজার ৩৯৮ জনে। ডিসচার্জ রেট ৯১.৩২ শতাংশ।