WB Corona LIVE: রাজ্যে একদিনে করোনায় ১০৮ জনের মৃত্যু
Get Latest West Bengal Coronavirus Live Updates: স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন।
LIVE
Background
করোনার সংক্রমণ আরও কমল পশ্চিমবঙ্গে। গতকালের পর আজ সংক্রমণ আরও কমে নেমে এল ৯ হাজারের নীচে। স্বাস্থ্য দফতরের আজকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। তবে করোনায় মৃত্যুর নিরিখে উদ্বেগ এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে করোনায়।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা, করোনায় মোট সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি পেরনোর দোরগোড়ায় দাঁড়িয়ে এই দুই জেলা। স্বজনহারার সংখ্যা ক্রমশ বাড়ছে। স্বাস্থ্য দফতরের আজকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। কলকাতায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪০। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। কলকাতায় মারা গেছেন ৩৮ জন।
করোনা সংক্রমণের ক্ষেত্রে ভ্যাকসিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন্দ্রীয় সরকারের টিকা-নীতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই সংক্রান্ত একটি মামলায় মোদি সরকারের কড়া ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। আর এদিনই কেন্দ্রকে কার্যত ভ্যাকসিন নীতি বদলানোর পরামর্শ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এ ব্যাপারে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন তিনি। ওড়িশার মুখ্যমন্ত্রীর আবেদন, ‘করোনার তৃতীয় ঢেউ আসার আগেই টিকাকরণের বিষয়ে আরও সক্রিয় হতে হবে। কারণ যে সমস্ত দেশ টিকাকরণে জোর দিয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে তারা ইচিবাচক ফল পেয়েছে। গোটা দেশে ভ্যাকসিনের যথাযথ বণ্টনের জন্য কেন্দ্র নিজেই উদ্যোগী হয়ে টিকা জোগাড় করুক এবং তা সমস্ত রাজ্যে সরবরাহের ব্যবস্থা করা হোক। টিকা নিয়ে পারস্পরিক প্রতিযোগিতা ভুলে, রাজ্যগুলিরও ঐকমত্যে আসা উচিত।’
West Bengal Corona Live: করোনা আক্রান্ত বৃদ্ধা, জলই বন্ধ করে দিল প্রতিবেশীরা!
করোনা আক্রান্ত বৃদ্ধা, জলই বন্ধ করে দিল প্রতিবেশীরা! আলিপুরদুয়ারে চরম অমানবিকতার শিকার ৩টি পরিবার। টিউবওয়েল ভেঙে দেওয়ায় দুপুর থেকে সন্ধে পর্যন্ত থাকতে হল নির্জলা। পরে পুরসভার হুঁশিয়ারিতে সমাধান।
WB Corona Live: রাজ্যে একদিনে করোনায় ১০৮ জনের মৃত্যু
রাজ্যে একদিনে করোনায় ১০৮ জনের মৃত্যু। রাজ্যে একদিনে ৮ হাজার ৮১১ জন করোনা আক্রান্ত। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১,৮৪২, মৃত্যু ৩০ জনের। কলকাতায় একদিনে সংক্রমিত ৯৭৬ জন, ২৭ জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৪ শতাংশ।
West Bengal Corona Live: সরকারি নির্দেশ উপেক্ষা করে বিয়েবাড়িতে আমন্ত্রিতদের ভিড়
করোনা আবহে সরকারি নির্দেশ উপেক্ষা করে বিয়েবাড়িতে আমন্ত্রিতদের ভিড়। আপত্তি জানিয়ে থানায় জানান স্থানীয়রা। পুলিশ দেখেই পালিয়ে যান আমন্ত্রিতরা। জমায়েত হঠিয়ে সম্পন্ন হয় বিয়ে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঝুমঝুমির ঘটনা।গতকাল রাতে দাসপুর থানায় খবর আসে, করোনা বিধি উপেক্ষা করে ঝুমঝুমি গ্রামে ওই বিয়েবাড়িতে হাজারখানেক অতিথি আমন্ত্রিত হয়েছেন। এই ঘটনায় পাত্রী ও পাত্রর বাবার বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে দাসপুর থানার পুলিশ।
WB Corona Live: হাওড়ার জগৎবল্লভপুরে ভ্যাকসিন দেওয়া নিয়ে সংঘর্ষ
ভ্যাকসিন দেওয়া নিয়েও সংঘর্ষ। হাওড়ার জগৎবল্লভপুরে বোমাবাজি, আগ্নেয়াস্ত্র নিয়ে তাড়া। তৃণমূল ছাড়া কাউকে টিকা না দেওয়ার প্রতিবাদ করায় হামলা, অভিযোগ বিজেপির। দুষ্কৃতী হামলার বিরুদ্ধে জনরোষ, পাল্টা তৃণমূল।
West Bengal Corona Live: শিল্প সংস্থা টাকা দিলে, কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করতে পারে সরকার
শিল্প সংস্থা টাকা দিলে, কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করতে পারে সরকার। বণিকসভার সঙ্গে বৈঠকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর।