WB Corona LIVE:রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫৮৮৭ জন, গত ২৪ ঘণ্টায় মৃত ১০৩
Get Latest West Bengal Coronavirus Live Updates: সংক্রমণের হার নামল ১০ শতাংশের নীচে
LIVE
Background
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের কমলেও মৃত্যু শতাধিক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ হাজারের সামান্য বেশি। একদিনে মৃত্যু হয়েছে ১০৭ জনের। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সংক্রমণ নামল ১০ শতাংশের নীচে। তবে সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা।
রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭,০০২ জন। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,২৬,১৩২ জনে। ৬ জুনের হিসেবে রাজ্যে কোভিড অ্যাকটিভ কেস, ৩৫,৪৫৪ জন। শনিাবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ছিল ৭,৬৮২ জন। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছিল ওই সময় পর্বে।
রবিবার সন্ধেয় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ১,৪৩৪। অন্যদিকে, কলকাতায় আরও ৬৪৫ জন সংক্রমিত হয়েছেন। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু বেড়ে হয়েছে ৩৪। কলকাতায় ২৩ জন মারা গিয়েছেন। এ ছাড়া, হাওড়া এবং পূর্ব বর্ধমানে ৬ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। নদিয়ায় ৫, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ৪ জনের মৃত্যু হয়েছে।
WB Corona LIVE: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫৮৮৭ জন, গত ২৪ ঘণ্টায় মৃত ১০৩
রাজ্যে ফের কমল করোনা সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫৮৮৭ জন।গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ১০৩ জন।রাজ্যে একদিনে সুস্থ ১৪৩৫২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১১৮১ জন, মৃত ৩২।কলকাতায় একদিনে আক্রান্ত ৬১০ জন, মৃত ২৩।
West Bengal Corona LIVE: করোনা আবহে শিলিগুড়িবাসীর পাশে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন মুক্তধারার সদস্যরা
বাড়ি থেকে তাঁরাই মৃতদেহ নিয়ে যাচ্ছেন শ্মশানে। করছেন সৎকারের ব্যবস্থা। করোনা আবহে শিলিগুড়িবাসীর পাশে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে মুক্তধারার সদস্যরা। প্রশংসায় সাধারণ মানুষ থেকে প্রশাসন।
WB Corona LIVE: আট কোভিড আক্রান্তকে সুস্থ করে সম্বর্ধনা দিয়ে বাড়ি পাঠালো বারাসাতের বেসরকারি হাসপাতাল
আট জন কোভিড আক্রান্তকে সুস্থ করে সম্বর্ধনা দিয়ে বাড়ি পাঠালো বারাসাতের একটি বেসরকারি হাসপাতাল । জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে গত ২৫ শে মে ওই বেসরকারি হাসপাতালে সরকারিভাবে ২৩ টি শয্যা কোভিড আক্রান্তদের জন্য নেওয়া হয় । সেই সময় যে সমস্ত রোগীরা এসেছিলেন তাদের প্রত্যেকেরই অক্সিজেন স্যাচুরেশন ৮০-৮১-৮২ তে ছিল বলে জানা যায় । বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা রাত দিন এক করে ওই রোগীদের সুস্থ করে তোলেন ।
West Bengal Corona LIVE: 'মে-জুন থেকে দীপাবলি পর্যন্ত চালু থাকবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা'
প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় চালু থাকবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। মে-জুন থেকে দীপাবলি পর্যন্ত চালু থাকবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। কেউ খালি পেটে থাকবে না’
WB Corona LIVE: 'মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণ করা যাবে’, বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে আগে ভ্যাকসিনেশন হত মাত্র ৬০ শতাংশের। ১০০ শতাংশ টিকাকরণে ৪০ বছর লেগে যায়। মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণ করা যাবে। আমরা মিশন নিয়ে কাজ করেছি। মাত্র ৫-৬ সালে টিকাকরণে ৬০ শতাংশ থেকে ৯০ শতাংশ করা হয়েছে।’