West Bengal News Live: ইয়াসের দাপটে বিধ্বস্ত দিঘা পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Get the latest West Bengal News and Live Updates:৪ নেতা-মন্ত্রীর জামিন নিয়ে হাইকোর্টে আজ দুপুরে ফের শুনানি। রাজ্যকে পার্টি করার অনুমতি দিল বৃহত্তর বেঞ্চ। বিচারক প্রভাবিত হয়েছেন, প্রমাণ দিতে না পারলে বিপরীতে যাবে, সিবিআইয়ের উদ্দেশে বললেন বিচারপতি।
LIVE
Background
কলকাতা: নারদ মামলায় ৪ নেতা-মন্ত্রীর জামিন নিয়ে হাইকোর্টে আজ দুপুরে ফের শুনানি। রাজ্যকে পার্টি করার অনুমতি দিল বৃহত্তর বেঞ্চ। বিচারক প্রভাবিত হয়েছেন, প্রমাণ দিতে না পারলে বিপরীতে যাবে, সিবিআইয়ের উদ্দেশে বললেন বিচারপতি।
ইয়াস পরিস্থিতিতে মামলা চলবে আর রাজ্যের মন্ত্রীরা জেলে থাকবেন ? এতে আমি ব্যথিত। সওয়াল কল্যাণের। এটা খুব সাধারণ মামলা নয়। জামিন মঞ্জুরে মামলার কার্যত নিষ্পত্তি হয়ে যাবে। বললেন হাইকোর্টের বিচারপতি।
করোনা মোকাবিলায় রাজ্যে বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ। রাজ্যে ১৫ জুন পর্যন্ত কার্যত লকডাউন । বাজার-দোকান খোলা থাকবে এখনকার নিয়মেই। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা। শর্তসাপেক্ষে নির্মাণশিল্পে ছাড়।
জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক, মাঝ অগাস্টে মাধ্যমিক। ৩ ঘণ্টার বদলে দেড়ঘণ্টায় নিজের স্কুলেই পরীক্ষা। শুধু মূল বিষয়ের পরীক্ষা, বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে, জানালেন মুখ্যমন্ত্রী।
ঘূর্ণিঝড় ইয়াসের ত্রাণের জন্য ৩ থেকে ১৮ জুন দুয়ারে দুয়ারে ক্যাম্প। তথ্য যাচাই করে জুলাইয়ে সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা। প্রাপকের তালিকা প্রকাশের দাবি বিজেপির।
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড দিঘা। কার্যত ধ্বংসস্তূপ ওড়িশার চাঁদিপুর। জলের তোড়ে পাথরপ্রতিমায় ভাঙল বাঁধ। গৃহহীন অসংখ্য।
এবার নদিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব। লন্ডভন্ড অশোকনগর, ব্যারাকপুর। বীরভূমেও ঘূর্ণিঝড়। নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ হাওড়ায়। মুর্শিদাবাদ-নদিয়ায় বজ্রপাতে মৃত ৪।
বারবার বাঁধ ভাঙায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তদন্তে টাস্ক ফোর্স। শাসকদলের নেতাদের মদতেই ম্যানগ্রোভ-ধ্বংস, তাই বিপর্যয়, অভিযোগ দিলীপের।
West Bengal News Live: পুলিশকর্মীদের বিকেলে চা
করোনা রুখতে রাজ্যে জারি বিধিনিষেধের মধ্যেও রাস্তায় দাঁড়িয়েছ ডিউটি করে চলেছেন যে সব পুলিশকর্মীরা, তাঁদের জন্য হাজির এবার ‘বিকেলের চা’। উদ্যোক্তা বালিগঞ্জ ২১ পল্লি। ক্লাব সদস্যরা জানিয়েছেন, যতদিন চলবে কার্যত লকডাউন, ততদিন তাঁরা চালিয়ে যাবেন এই কাজ।
WB News Live Updates: এখনও জলের নীচে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা
ঘূর্ণিঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টি। বাঁধ ভেঙে এখনও জলের নীচে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। কৃষি ও মাছচাষে বড়সড় ক্ষতি।
West Bengal News Live: নদীর জলে ভেসে পাথরপ্রতিমায় পুকুরে কুমির, আতঙ্কিত গ্রামবাসীরা
প্রবল বৃষ্টি, ভরা কটালে নদীর জল উপচে প্লাবিত গ্রাম। নদীর জলে ভেসে পাথরপ্রতিমায় পুকুরে কুমির, আতঙ্কিত গ্রামবাসীরা। পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে লোকালয়ে কুমির ঘিরে আতঙ্ক। পুকুর থেকে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে গেলেন বনকর্মীরা।
WB News Live Updates: ঘূর্ণিঝড় ইয়াসের ফলে রাজ্যে ক্ষয়ক্ষতি নিয়ে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেন মুখ্যমন্ত্রী
ঘূর্ণিঝড় ইয়াসের ফলে রাজ্যে ক্ষয়ক্ষতি নিয়ে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেন মুখ্যমন্ত্রী। তবে, সেখানে প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে ছিলেন না তিনি। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে দিঘায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে ছিলেন রাজ্যপাল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।
West Bengal News Live: ইয়াস-বিধ্বস্ত ৩ রাজ্যের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
ইয়াস-বিধ্বস্ত ৩ রাজ্যের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। ওড়িশাকে অবিলম্বে ৫০০ কোটি টাকা দেওয়া হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর। বাকি ৫০০ কোটি টাকা দেওয়া হবে বাংলা ও ঝাড়খণ্ডকে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পর বাংলা-ঝাড়খণ্ডকে টাকা। কেন্দ্রীয় দল ইয়াসে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবে। রিভিউ মিটিংয়ের পর ঘোষণা প্রধানমন্ত্রীর।