এক্সপ্লোর
আচমকা খেলনা বাঘ দেখে পালাচ্ছে কুকুর-বাঁদর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
খেলনা বাঘ দিয়ে কুকুর-বাঁদরের মতো প্রাণীদের সঙ্গে মজা করার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে। তাইল্যান্ডের এক ইউটিউবার এই ভিডিও রেকর্ড করেছেন। ভিডিওতে তাঁকে খেলনা বাঘ দেখে বিভিন্ন প্রাণীর প্রতিক্রিয়া রেকর্ড করতে দেখা গেছে।

কলকাতা: খেলনা বাঘ দিয়ে কুকুর-বাঁদরের মতো প্রাণীদের সঙ্গে মজা করার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে। তাইল্যান্ডের এক ইউটিউবার এই ভিডিও রেকর্ড করেছেন। ভিডিওতে তাঁকে খেলনা বাঘ দেখে বিভিন্ন প্রাণীর প্রতিক্রিয়া রেকর্ড করতে দেখা গেছে। অ্যাঞ্জেল নাগা নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইউটিউবে প্রচুর লোক ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন। ভিডিওগুলিতে ভিন্ন ভিন্ন প্রাণীর কাছে অজান্তে খেলনা বাঘটি রেখে তাদের প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছে। কুকুর, বিড়াল, বাঁদরের মতো প্রাণীদের সঙ্গে এ ধরনের মজা করা হয়েছে। ভিডিওগুলিতে আচমকা ভুয়ো বাঘ দেখে চমকে গিয়ে ছুটে পালাতে দেখা গিয়েছে পশুদের। শুধু মজাই নয়, ইউটিউবার ওই পশুগুলিকে পরে খাইয়েওছেন। এভাবে তাদের ভয় দেখানোর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু এভাবে নিরীহ পশুদের আতঙ্কিত করে তোলা আদৌ উচিত নয় বলেই অনেকেই মন্তব্য করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















