এক্সপ্লোর
সংসদে পাস গর্ভপাত সংক্রান্ত বিল, ২০ থেকে ২৪ সপ্তাহ হল গর্ভপাত করানোর সময়ের ঊর্ধ্বসীমা
সংশোধিত বিল আইনে পরিণত হলে গর্ভধারণের ২৪ সপ্তাহ অবধি প্রয়োজনে গর্ভপাত করানো যেতে পারে।

নয়াদিল্লি: বাড়ল গর্ভপাত করানোর সময়ের ঊর্ধ্বসীমা। এতদিন পর্যন্ত গর্ভধারণের ৫ মাস পর্যন্ত অর্থাৎ ২০ সপ্তাহের মধ্যেই প্রয়োজনে গর্ভপাত করার সিদ্ধান্ত নিতে পারতেন মহিলারা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বুধবার পাস হল মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি (সংশোধনী) বিল,২০২০। সংশোধিত বিল আইনে পরিণত হলে গর্ভধারণের ২৪ সপ্তাহ অবধি প্রয়োজনে গর্ভপাত করানো যেতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, এই বিষয়ে আর্জি জানিয়েছিলেন মহিলাদের একাংশ ও অনেক চিকিৎসক। এতদিন পর্যন্ত শারীরিক বা অন্য কোনও প্রয়োজনে আইনসম্মতভাবে গর্ভপাত করাতে পারতেন। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলে কোনওভাবেই আর এই সিদ্ধান্ত নেওয়া যেত না। কোনও কোনও সময় প্রয়োজন হলেও আইনের জালে আটকে যেতেন চিকিৎসকরা। ২০১৪ সাল থেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি সদস্য দল এর দায়িত্বে ছিলেন। জানান, জাভরেকর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















