লখনউতে অ্যাসিড-হামলার শিকার ১৪ বছরের কিশোরী
কিশোরীর মুখ ও হাত অ্যাসিডে ক্রিয়ায় ভীষণভাবে জ্বলে গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লখনউ: অ্যাসিড হামলার একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হওয়া বলিউড ছবি ‘ছপাক’ যখন স্পটলাইট কেড়ে নিয়েছে, ঠিক সেই সময় দেশেরই এক প্রান্তে ঘটে গেল আরেকটি ঘটনা। শনিবার বিকেলে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে অ্যাসিড হামলার শিকার হতে হল ১৪ বছরের এক কিশোরীকে। ঘটনাটি ঘটেছে কাইজারবাগ এলাকায়। কিশোরীর মুখ ও হাত অ্যাসিডে ক্রিয়ায় ভীষণভাবে জ্বলে গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আশা সোনকর ও তার স্বামী মুকেশ সোনকরকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও, কাইজারবাগের সার্কল অফিসার সঞ্জীব সিনহা বলেন, প্রাথমিক তদন্তে অনুমান, দুর্ঘটনাবশত অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় প্রকাশ, হামলার শিকার হওয়া কিশোরী ঘাসিয়ারি মান্ডিতে একটি অলঙ্কার দোকানের সামনে দাঁড়িয়েছিল। সেই সময় আশা সোনকর ও দোকানদারের মধ্যে ঝগড়া হচ্ছিল। আশার হাতে একটি ব্যাগে অ্যাসিড ছিল। রাগের চোটে ওই ব্যাগ ছোঁড়েন আশা। অ্যাসিড গিয়ে পড়ে ওই কিশোরী ও আরও ২ মহিলার ওপর। কিশোরীর শরীর বেশি জ্বলে যায়। অন্য ২ মহিলা তুলনামূলক কম আহত হন । বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।