Doctors Shootout: রোগী সেজে অভিনেত্রীর চিকিৎসক বাবাকে গুলি! সঙ্কটজনক অবস্থা!
অভিনেত্রীর বাবাকে গুলি করার মুহূর্তের বিবরণ দিয়েছেন এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী।

নয়া দিল্লি: জনপ্রিয় অভিনেত্রীর বাবাকে হঠাৎই গুলি করে খুন! পাঞ্জাবের ক্লিনিকে ধুন্ধুমার কাণ্ড। রোগী দেখার সময় আচমকা হাজির অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি। কর্মরত চিকিৎসকে লক্ষ্য করে গুলি। ঘটনায় মাটিয়ে লুটিয়ে পড়েন ওই চিকিৎসক।
অভিনেত্রী তানিয়ার বাবা অনিল জিৎ সিং কাম্বোজকে গুলি করা হয়েছে। পঞ্জাবের মোগা জেলার কোট ইসে খান শহরে নিজের ক্লিনিকেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। হ্যাঁ, অভিনেত্রীর বাবা পেশায় একজন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, এদিন দুজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মোটরসাইকেলে করে এসে হারবানস নার্সিং হোমে প্রবেশ করেন। যেখানে কাম্বোজ রোগী দের সেবা করছিলেন। আততায়ীরা রোগী পরিচয়ে হাসপাতালে প্রবেশ করেছিলেন। এরপর নায়িকার বাবার সঙ্গে তাঁরা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন।
৪ জুন শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে চিকিৎসক অনিল জিৎ সিং কম্বোজের ক্লিনিকে। গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ চিকিৎসকের মেয়ে তানিয়া পাঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী।
অভিনেত্রীর বাবাকে গুলি করার মুহূর্তের বিবরণ দিয়েছেন এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী। তিনি জানিয়েছেন, রোগী সেজে মোটরসাইকেলে চেপে দুইজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আসে। চিকিৎসকের সামনে রোগী হিসাবে চিকিৎসকের সঙ্গে কথাও বলেছে। দু'জন সম্পূর্ণ পরিকল্পনা করেই এসেছিল তা একদম স্পষ্ট। কথা বলার সময় ধীরে ধীরে চিকিৎসকের কাছে গিয়ে আচমকা গুলি চালায়। অভিনেত্রীর বাবার শারীরিক পরিস্থিতি বেশ সংকটজনক। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই খুনের হুমকি পাচ্ছিলেন। কিন্তু, বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি, পরিবারের তরফে কোনও অভিযোগও দায়ের করা হয়নি। কিন্তু ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
সন্দেহভাজনদের গতিবিধি সনাক্ত করতে পুলিশ কর্তৃপক্ষ কাছাকাছি এলাকার CVTV ফুটেজ গুলি পরীক্ষা করছে। এদিকে অভিনেত্রীর বাবা গুলি বিদ্ধ হওয়ার পর তানিয়ার দল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন, "তানিয়া এবং পরিবারের পক্ষ থেকে, আমরা জানাতে চাই যে এটি তার এবং তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগঘন সময়। আমরা মিডিয়ার কাছে তাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে বিনীত অনুরোধ করছি।” উল্লেখ্য, তানিয়া ২০১৮ সালের পঞ্জাবি ছবি 'কিসমত'-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি পেয়েছেন, যেখানে অ্যামি ভার্ক এবং সারগুন মেহতা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি গুড্ডিয়ান পাটোলে, রাব দা রেডিও 2, সুফনা, বাজরে দা সিত্তা এবং ওয়ে মাখনা সহ বেশ কয়েকটি পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন।





















