মালাবদলের আগে পাজামা ছিঁড়েছিল, পরতে হয় বন্ধুরটা, নিজেই জানালেন আদিত্য নারায়ণ
আদিত্য জানিয়েছেন, কোভিডের কারণে সতর্কতার সব রকম নিয়ম মেনেই রিসেপশন হয়েছে।
মুম্বই: বিয়ের আসরে বসে নাকি মালাবদলের আগেই পাজামা হঠাৎ করে ছিঁড়ে যায় উদিত নারায়ণের পুত্র, গায়ক আদিত্য নারায়ণের। শেষটায় বন্ধুর পাজামা পরে মালাবদল থেকে বিয়ের বাকি সব নিয়ম সম্পন্ন করেন তিনি। এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন আদিত্য। প্রসঙ্গত, মুম্বইয়ের ইসকন মন্দিরে মঙ্গলবার বসেছিল আদিত্য-র বিয়ের আসর। ১১ বছরের প্রেমিকা শ্বেতা অগ্রবালের সঙ্গে বিয়ে হল তাঁর।
আদিত্য জানিয়েছেন, কোভিডের কারণে সতর্কতার সব রকম নিয়ম মেনেই রিসেপশন হয়েছে। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়-স্বজনরা এসেছিলেন। বিয়ের পর কেমন লাগছে সেই প্রতিক্রিয়া জানাতে গিয়ে আদিত্য় বলেন, দারুণ লাগছে। আমি আর শ্বেতা এক সঙ্গে বড় হয়েছি। আমরা পরস্পরকে বুঝি খুব ভালো।
আদিত্য জানান আন্ধেরিতে তাঁর ৫-বিএইচকে ফ্ল্যাট রয়েছে নতুন। অনেকদিন ধরে টাকা জমিয়ে তিনি এই ফ্ল্যাট কিনেছেন। তিন-চার মাস পরে সেখানেই তিনি শ্বেতাকে নিয়ে শিফট করে যাবেন। এই ফ্ল্যাট তাঁর বাবা-মায়ের বাড়ি থেকে খুবই কাছে। তাই কারও সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে কোনও সমস্যা হবে না।
বাবা উদিত নারায়ণ ছেলের বিয়েতে কতটা খুশি জানতে চাওয়ায় আদিত্য বলছেন, বাবা-মা উভয়েই খুবই উত্তেজিত, ছেলের বিয়ে হলে সব বাবা-মাই যেমন থাকেন আর কী!
মধুচন্দ্রিমা সম্পর্কে জানতে চাওয়ায় আদিত্য বলেন, তিনটি জায়গায় আমরা বেড়াতে যাবো। সিলিম, সুলা ভিনিয়ার্ডস আর গুলমার্গ। আসলে যেহেতু শুটিংয়ের জন্য আমায় একটানা মুম্বইয়ের বাইরে থাকা সম্ভব নয়, সে জন্যই এই রকম ব্যবস্থা।
আর আদিত্য-র ভীষণ পছন্দের মালদ্বীপ, সেখানে স্ত্রীকে নিয়ে যাবেন না! আদিত্য বলছেন, সেতো যাবোই। আমি প্রতি বছর ওখানে যাই। ওখানকার প্রায় আনঅফিসিয়াল অ্যাম্বাসাডার বলা যায়!