Taliban on Afghan Bank: আফগান সেন্ট্রাল ব্যাঙ্কে নজর তালিবানের ! পাবে কি ১০০০ কোটি মার্কিন ডলারের সম্পত্তি ?
আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি বলছে, দেশে Da Afghanistan Bank(DAB)তেই রয়েছে(৯.৫-১০)বিলিয়ন বা ১০০০কোটি মার্কিন ডলারের সম্পত্তি। গত সপ্তাহেও ব্যাঙ্কে ছিল এই বিশাল আর্থিক সম্পদ।
কাবুল: তালিবান আফগানিস্তান দখলের পরই বদলে গিয়েছে দেশের পরিস্থিতি।আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে, মাসল পাওয়ারের পাশাপাশি এবার মানি পাওয়ারের দিকে নজর যাবে জঙ্গিদের। যেখানে প্রথম লক্ষ্যই থাকবে, দেশের ব্যাঙ্কগুলির আমানত হাতানো।
কী অবস্থা আফগানিস্তান ব্যাঙ্কের ?
আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি বলছে, দেশে Da Afghanistan Bank(DAB)তেই রয়েছে(৯.৫-১০)বিলিয়ন বা ১০০০কোটি মার্কিন ডলারের সম্পত্তি। গত সপ্তাহেও ব্যাঙ্কে ছিল এই বিশাল আর্থিক সম্পদ। স্বাভাবিকভাবেই ক্ষমতায় এসে এই বিপুল অর্থ নিজেদের হেফাজতে নিতে চাইবে তালিবানরা। যদিও পরিস্থিতি বলছে এত সহজে এই অর্থ হাতানো সহজ হবে না।
সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন DAB ব্যাঙ্কের অ্যাক্টিং গভর্নর আজমল আহমদি। তিনি বলেন, ''গত সপ্তাহের হিসাব অনুযায়ী আফগানিস্তান ব্যাঙ্কে ৯০০কোটি মার্কিন ডলারের সম্পত্তি রয়েছে। তবে এই বিশাল সম্পদ মুদ্রা বা অর্থের আকারে ব্যাঙ্কে নেই। আন্তর্জাতিক নিয়ম মেনে সব আর্থিক সম্পদ সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। কোষাগার ও সোনার মতো সম্পদ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে। তালিবান থেকে দূরে দেশের বাইরে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে এই বিপুল আর্থিক সম্পদ। বর্তমানে ব্যাঙ্কে নামমাত্র নগদ রয়েছে।''
কোথায় বিনিয়োগ করেছে ব্যাঙ্ক ?
দেশের সাম্প্রতিক চিত্র বলছে, তালিবান দেশ দখলে উদ্যত হতেই ভিন্ন দেশে পাড়ি দিয়েছেন Da Afghanistan Bank(DAB)-এর অ্যাক্টিং গভর্নর আজমল আহমদি। তিনি জানিয়েছেন, মার্কিন বিল ও বন্ডে ৩.১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে ব্যাঙ্ক।WB RAMP assets-এ রাখা হয়েছে ২.৪ বিলিয়ন মার্কিন ডলার। ১.২ বিলিয়ন ডলারের সোনা ছাড়াও বাকি নগদও বিনিয়োগ হয়েছে বিভিন্ন খাতে। এ ছাড়াও ব্যাঙ্কের আন্তর্জাতিক বাজারে রয়েছে বিশিল অঙ্কের বিনিয়োগ।
তালিবানের দখলদারির মারাত্মক ফল ভুগছে অর্থনীতি
দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে মারাত্মক ফল ভুগতে হচ্ছে দেশবাসীকে। রবিবার থেকেই দেশের ক্যাশ রিসোর্স একেবারে শূন্য এসে দাঁড়িয়েছে। Da Afghanistan Bank অনুমতি না দেওয়ায় কোনও ব্যাঙ্কেই এখন আর টাকা আসছে না। আমেরিকার অনুমতি না থাকায় তালিবানকে আর্থিক সহায়তা করতে এগিয়ে আসছে না কোনও দেশ। এই জটিল পরিস্থিতি থেকে উদ্ধার পেতে এখন রাজনৈতিক সমাধানের পথে হাঁটছে তালিবান। ইতিমধ্যেই দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনায় বসেছে তারা। এদিকে, দ্রুত এই পরিস্থিতি পরিত্রাণের পথ খুঁজছে আফগানবাসী।