(Source: Poll of Polls)
Ahmedabad Plane Crash: 'রিপোর্ট পক্ষপাতদুষ্ট, পাইলটদের ভুলের দিকেই ইঙ্গিত', আমদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন পাইলট অ্যাসোসিয়েশনের
Air India Plane Accident: আমদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমান ভেঙে পড়েছিল, সেই ঘটনার তদন্তের পর The Aircraft Accident Investigation Bureau (AAIB) তাদের প্রাথমিক রিপোর্ট পেশ করেছে আজ অর্থাৎ ১২ জুন।

Ahmedabad Plane Crash: আমদাবাদে বিমান দুর্ঘটনার স্বচ্ছ এবং তথ্য ভিত্তিক তদন্তের দাবি জানিয়েছে, The Airline Pilots Association of India (ALPA)। এই সংগঠন আরও দাবি করেছে যে, যেভাবে আমদাবাদের বিমান দুর্ঘটনার তদন্ত করা হয়েছে, সেখানে স্পষ্ট ভাবে পক্ষপাতদুষ্ট হয়ে পাইলটদের ঘাড়েই দোষ চাপানোর একটা ইঙ্গিত রয়েছে। পাইলটদেরই দোষী সাব্যস্ত করার একটা চেষ্টা যেন চলছে। যে দিকে এবং যে ভাবে তদন্ত এগিয়েছে সেখানে পাইলটদের দোষেই এই বিমান দুর্ঘটনা ঘটেছে, কার্যত এমনটাই বলা হচ্ছে। পাইলটের ত্রুটির ব্যাপারে পক্ষপাত রয়েছে তদন্তের রিপোর্টে। আর তারই একপ্রকার বিরোধিতা করে The Airline Pilots Association of India (ALPA) আমদাবাদ বিমান দুর্ঘটনার স্বচ্ছ এবং তথ্য ভিত্তিক তদন্তের দাবি জানিয়েছে।
আমদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমান ভেঙে পড়েছিল, সেই ঘটনার তদন্তের পর The Aircraft Accident Investigation Bureau (AAIB) তাদের প্রাথমিক রিপোর্ট পেশ করেছে আজ অর্থাৎ ১২ জুলাই, ২০২৫ তারিখে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ভেঙে পড়েছিল। বীভৎস এই বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চালু হওয়ার পর এই প্রথম কোন ড্রিম লাইনার এভাবে দুর্ঘটনাগ্রস্থ হয়েছে, ভেঙে পড়েছে। বিমানে ছিলেন মোট ২৪২ জন। ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু মেম্বার এবং ২ পাইলট। একজন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন বরাত জোরে। বাকি ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। আমদাবাদের সিভিল হাসপাতালে হস্টেলের ছাদে ভেঙে পড়েছিল এই বিমান।
তদন্তের পর যে রিপোর্ট পেশ করেছে The Aircraft Accident Investigation Bureau (AAIB) সেখানে বলা হয়েছে, উড়ানের কার্যত এক সেকেন্ডের মধ্যেই বিমানের দুটো ইঞ্জিনেই জ্বলানির সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। তার জেরেই সমস্যা দেখা দেয় ককপিটে এবং টেক অফের কিছু সেকেন্ডের মধ্যেই (এক মিনিটেরও) কম সময়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। ১৫ পৃষ্ঠার যে প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ককপিটের ভয়েস রেকর্ডিংয়ে শোনা গিয়েছে, একজন পাইলটকে জিজ্ঞাসা করছেন যে তিনি কেন জ্বালানির সরবরাহ বন্ধ করে দিয়েছেন? তবে দ্বিতীয় পাইলট জ্বালনির সরবরাহ বন্ধের কথা অস্বীকার করেছে।
আমদাবাদ বিমান বিপর্যয়ে AAIB-র রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে পাইলট অ্যাসোসিয়েশন। তাদের দাবি, 'AAIB-র রিপোর্ট পক্ষপাতদুষ্ট বলে মনে হচ্ছে। 'পাইলটের ভুলের দিকেই ইঙ্গিত করা হয়েছে। তথ্য নির্ভর তদন্তের বদলে এই ধরনের অনুমান আমরা খারিজ করছি। তদন্তে অস্বচ্ছতা রয়েছে', সরব পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। 'তদন্তকারী দলে কোনও পাইলট বা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে রাখাই হয়নি', AAIB-র রিপোর্ট নিয়ে এই দাবিও করা হয়েছে পাইলট অ্যাসোসিয়েশনের তরফে।























