বাঁকুড়ায় সিপিএমের মিছিলে বোমাবাজির অভিযোগ, পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, পাল্টা তৃণমূল
কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে মিছিল করে সিপিএম। বিষ্ণুপুরের বকডোগরা এলাকায় যখন মিছিল পৌঁছয়, তখনই পরপর বোমা পড়ে। কানফাটা আওয়াজে ফেটে পড়ে বোমা।
বিষ্ণুপুর: বাঁকুড়ার বিষ্ণুপুরে সিপিএমের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। উল্টে সিপিএমের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ করেছে শাসক দল।
কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে মিছিল করে সিপিএম। বিষ্ণুপুরের বকডোগরা এলাকায় যখন মিছিল পৌঁছয়, তখনই পরপর বোমা পড়ে। কানফাটা আওয়াজে ফেটে পড়ে বোমা। শুধু তাই নয়, সিপিএমের অভিযোগ মিছিল লক্ষ্য করে ইট ছোড়া হয়। এমনকি প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ সিপিএমের।
সিপিএমের অভিযোগ, পুলিশের সামনেই হামলা হয়। আক্রান্ত সিপিএম কর্মী রাজীব আলি খান বলেন, আমাদের মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা, ইট ছোড়ে। এই ঘটনায় দলের ১৮ জন কর্মী জখম হন। সিপিএম বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য স্বপন ঘোষ বলেন, গতকাল থেকে তৃণমূল আমাদের হুমকি দিচ্ছিল। ৮ দুষ্কৃতী পুলিশের সামনে বোমা ছোড়ে। পিছন থেকে হামলা এটা কাপুরুষের মতো কাজ।
অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। পাল্টা বামেদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে রাজ্যের শাসক দল। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুশান্ত মুখোপাধ্যায় বলেন, পুরোটাই মিথ্যা কথা, বাইরে থেকে ওরা দুষ্কৃতীদের আনে, শেখপাড়ায় আমাদের পার্টি অফিস ভাঙে। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, বোমাবাজির ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হননি।