Big March storm: মার্চেই আসছে রাক্ষুসে টর্নেডো, ছারখার হতে পারে শহরের পর শহর, ১০ কোটি মানুষ প্রাণ হাতে করে গুনছেন প্রহর
আমেরিকায় ঘূর্ণিঝড়: ১৩০ কিমি/ঘন্টা বেগে ঝড়ো হাওয়া, কিছু এলাকায় ১৬০ কিমি/ঘন্টা পর্যন্ত।

আমেরিকায় ঝড়: পূর্বাভাস ছিলই। শুক্রবার তা সত্যি হল। প্রকৃতি তাণ্ডব শুরু করেছে দেশের বড় একটা অংশ। দুর্যোগের এখানেই শেষ নয়। আরও বড় ধ্বংসাত্মক কিছুর আশঙ্কায় সিঁটিয়ে রয়েছে আমেরিকার কয়েকটি প্রদেশ। চরম কিছু ঘটার আশঙ্কায় প্রহর গুনছে প্রায় ১০ কোটি মানুষ।
অ্যাসেসিয়েটেড প্রেসের প্রতিবেদনে প্রকাশ, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে উথালপাথাল ঝড়ের ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। প্রবল হাওয়ার গতির ফলে তৈরি হয়েছে ১০০ টিরও বেশি দাবানল। হু হু করে আগুন ছড়াচ্ছে। বিপদের মুখে কোটি কোটি মানুষ। মিসৌরিতেই বেশ কয়েকটি টর্নেডোর খবর পাওয়া গিয়েছে । শনিবার রাতে মিসিসিপি উপত্যকা এবং ডিপ সাউথের জন্য আরও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া দফতর বেশ কয়েকটি প্রদেশের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। বেশ কয়েকটি মার্কন শহরে প্রচণ্ড ঝড়ের তাণ্ডব চলছে। ঝড়ের মুখে অসহায় আমেরিকায় ১০ কোটিরও বেশি মানুষ । বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মিসিসিপি, নর্থ প্লেন্স, টেক্সাস-ওকলাহোমার জন্য। জাতীয় আবহাওয়া পরিষেবার রিপোর্ট অনুযায়ী, ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইতে পারে। এমনকি কিছু এলাকায় এর বেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া বিভাগের বিজ্ঞানীরা সতর্কতা জারি করে বলেছেন, কানাডা সীমান্ত থেকে টেক্সাস পর্যন্ত প্রবল বেগে বাতাস বইতে পারে।
লস অ্যাঞ্জেলেসে বন্যার পরিস্থিতি
এই ঝড়ের কারণে গত বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫) পূর্ব লস অ্যাঞ্জেলেসে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল, অন্যদিকে শুক্রবার (১৪ মার্চ, ২০২৫) এর প্রভাবে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল কোস্টে ভারী বৃষ্টিপাতে বিধ্বংসী পরিস্থিতি তৈরি হয়।
7:36pm CDT #SPC_Watch WW 36 TORNADO AR IL IN KY MO MS TN 150030Z - 150800Z, https://t.co/UJ3khsdSsZ pic.twitter.com/KFoX7tTuIO
— NWS Storm Prediction Center (@NWSSPC) March 15, 2025
ঘূর্ণিঝড়ের আশঙ্কা সবচেয়ে বেশি
ঝড় পূর্বাভাস কেন্দ্রের মতে, আগামী শুক্রবার (২১ মার্চ, ২০২৫) মিসিসিপি, কেন্টাকি, টেনেসি, মিসৌরি, ইলিনয়স, আইওয়ায় প্রবল বাতাসের সঙ্গে ঘৃর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে। এর সঙ্গে হবে প্রবল বৃষ্টি। তুষার ঝড় এতটাই প্রবল হবে যে, এক একটি বরফের চাঁই বেসবলের মতো বড় হতে পারে । শনিবার (২২ মার্চ, ২০২৫) পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
আলাবামায় জরুরি অবস্থা ঘোষণা
এই ঝড়ের ফলে বার্মিংহাম, নিউ অর্লিন্স এবং আলাবামার কিছু অংশে সবচেয়ে বেশি বিপদ দেখা দেবে। ঝড়ের কারণে আলাবামায় ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই সপ্তাহের শেষের মধ্যে দক্ষিণের রাজ্যগুলিতে বিশাল ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হতে পারে, জানিয়েছে আবহাওয়া দফতর।
অ্যারিজোনা এবং ইউটাহতে বরফের ঝড়ের সতর্কতা জারি
উত্তর ও দক্ষিণ ডাকোটা এবং মিনেসোটাতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। ঘণ্টায় ৬০ মাইল বেগে বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। গত বৃহস্পতিবার থেকেই অ্যারিজোনা এবং ইউটাহের পাহাড়ি এলাকায় বরফ -ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে । এর ফলে উত্তর অ্যারিজোনায় আই-৪০ হাইওয়ের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে।
টেক্সাস এবং ওকলাহোমায় দাবানলের আশঙ্কা
আবহাওয়া বিভাগের মতে, টেক্সাস, ওকলাহোমা এবং দক্ষিণ-পূর্ব কানসাসে উষ্ণ আবহাওয়ার কারণে জঙ্গলে আগুন লাগার আশঙ্কা সবচেয়ে বেশি। এখানকার কিছু স্থানে প্রায় ৭২ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা আগুনের গতি বাড়িয়ে দিতে পারে।






















