লকডাউনে বিরাট ও তাঁর পরিবারের সঙ্গে অনলাইন লুডোয় মেতেছেন অনুষ্কা
করোনা লকডাউনের জেরে আপামর ভারতবাসী গৃহবন্দি। বাদ যাচ্ছেন না সেলিব্রিটিরাও।
নয়াদিল্লি: করোনা লকডাউনের জেরে আপামর ভারতবাসী গৃহবন্দি। প্রশাসন সবাইকে বাড়িতে থাকতে বলেছে। বাদ যাচ্ছেন না সেলিব্রিটিরাও। আর এই সময়ে নিজেদের ব্যস্ত জীবন থেকে সরে পরিবারের সঙ্গে যথাসম্ভব সময় কাটানোর চেষ্টা চালাচ্ছেন সেলেবরা।
যেমন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও তাঁর স্বামী তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। একসঙ্গে রান্না করা থেকে শুরু করে গৃহকর্ম এমনকী নিজেদের মধ্যে ইন্ডোর গেমসেও মজেছেন বিরুষ্কা।
সম্প্রতি, তেমনই একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অনুষ্কা। সেখানে দেখা যাচ্ছে বিরাট এবং তাঁদের পরিবারের সঙ্গে অনলাইনে লুডো খেলছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, অনুষ্কা হারছেন। কিন্তু, তিনি লিখেছেন, আমি হারছি না। আমি বাড়িতে রয়েছি এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি।
লকডাউনের জেরে সমস্ত ক্রিকেট সাসপেন্ড হয়ে গিয়েছে। এমনকী পিছিয়ে গিয়েছে আইপিএল-ও। গতকালই অনুষ্কা একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে, তিনি বিরাটকে উৎসাহিত করছেন, ঠিক যেমন ক্রিকেটার মাঠে তাঁর ভক্তদের থেকে পেয়ে থাকেন।