![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ram Temple Consecration: রাম মন্দির উদ্বোধনে কি মোদিই প্রধান যজমান? কী করবেন তিনি?
PM Modi: প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১১ দিন ধরে বিশেষ রীতি পালন করছেন নরেন্দ্র মোদি। সোশ্য়াল মিডিয়া সাইটে নিজেই পোস্ট করে এই তথ্য দিয়েছিলেন তিনি। পাশাপাশি সামলাচ্ছেন প্রধানমন্ত্রীর দফতরের কাজও
![Ram Temple Consecration: রাম মন্দির উদ্বোধনে কি মোদিই প্রধান যজমান? কী করবেন তিনি? ayodhya ram mandir inauguration pm modi will be mukhya yajman main host for pran pratishtha ceremony Ram Temple Consecration: রাম মন্দির উদ্বোধনে কি মোদিই প্রধান যজমান? কী করবেন তিনি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/e20339d2cddacf0d0aebbf1a9cdf9e821705676591144385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান যজমান হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রাণ প্রতিষ্ঠা (Ram Lalla Pran Pratistha) অনুষ্ঠানে তিনিই মুখ্য যজমান হবেন বলে জানিয়েছেন প্রধান অর্চকের ভূমিকায় বসতে চলা পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। ট্রাস্ট্রের সদস্য অনিল মিশ্র পবিত্রকরণ সংক্রান্ত আচার-অনুষ্ঠানের আয়োজক হবেন এমন খবর তিনি অস্বীকার করেছেন।
বুধবার পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান হোস্ট হবেন। বুধবার বারাণসী থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে অতীতে তিনি রাজস্থানের লক্ষ্ণণগড়ের ভগবান রাম মন্দিরে ওড়িশার একটি মন্দিরে প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। তিনিই মুখ্য আচার্য হবেন বলে সূত্রের খবর। এছাড়াও গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়-এর তত্ত্বাবধানে আরও আচার্যরা থাকবেন।
অযোধ্যার রাম মন্দিরে ২২ জানুয়ারি অভিষেক অনুষ্ঠানের আগে থেকেই আচার-অনুষ্ঠানের অংশ শুরু হয়েছে। দ্বিতীয় দিনে সরযূ নদীর তীরে কালাশ পূজা করা হয়। মন্দির ট্রাস্টের এক সদস্য এই তথ্য দিয়ে বলেছেন যে আচার চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে আচার অনুষ্ঠান। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র, তার স্ত্রী এবং অন্যরা সরযূ নদীর তীরে কালাশ পূজা করেন। এর আগে, রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বলেছিলেন যে অনুষ্ঠান শুরু হয়েছে এবং ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। পুরোহিতরা সমস্ত দেব-দেবীকে আহ্বান করে আচার অনুষ্ঠান করছেন।
এর আগে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছিলেন মোদি। সেখানে তিনি জানিয়েছিলেন, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১১ দিন ধরে বিশেষ রীতি পালন করবেন তিনি। সূত্রের খবর, যম নিয়ম মেনে চলছেন তিনি। শুধুমাত্র ডাবের জল খাচ্ছেন আর মাটিতে কম্বল পেতে ঘুমোচ্ছেন। রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য়ই বিশেষ 'যম নিয়ম' মেনে চলছেন প্রধানমন্ত্রী । এখানে যম অর্থাৎ সংযম।
২২ জানুয়ারি ঐতিহাসিক ক্ষণ বলে বর্ণনা করেছেন নরেন্দ্র মোদি। এদিন মহারাষ্ট্রের সোলাপুরে সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বার্তা দেন, '২২ জানুয়ারি ঐতিহাসিক ক্ষণ। ভগবান রাম নিজের মন্দিরে বিরাজ করবেন। কয়েক দশকের যন্ত্রণা দূর হবে। আমি নিয়ম পালন করছি। অত্যন্ত কঠিন ভাবে। আপনাদের আশীর্বাদে ১১ দিনের যে নিয়মবিধি রয়েছে তা যেন পালন করতে পারি। নাসিকের পঞ্চবটির ভূমি থেকে আগেই এই অনুষ্ঠানের সূচনা হয়।'
আরও পড়ুন: নলেনগুড়েই পেটের যোগান, লালগোলায় চেপে কলকাতা সফর জেলা ব্যবসায়ীদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)