এক্সপ্লোর
পুত্রের বদলে দেওয়া হয়েছে কন্যা, শিশু বদলের অভিযোগ বারাসত হাসপাতালের বিরুদ্ধে, আদালতের দ্বারস্থ পরিবার
যদিও শিশুবদলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বারাসত: শিশুবদলের অভিযোগ উঠল বারাসাত সদর হাসপাতালের বিরুদ্ধে। পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে উঠেছে তদন্তে গাফিলতির অভিযোগ। আদালতের দ্বারস্থ হয়েছে শিশুর পরিবার। উত্তর ২৪ পরগনার আমডাঙার এক মহিলা ২০১৯-এর জানুয়ারিতে বারাসত সদর হাসপাতালে সন্তান প্রসব করেন। তাঁর অভিযোগ, প্রথমে শিশুপুত্র দেখানো হলেও পরে তাঁকে একটি শিশুকন্যা দেওয়া হয়। মধ্যমগ্রামের বাসিন্দা এক প্রসূতির সঙ্গে তাঁর শিশুটি বদল করা হয় বলে অভিযোগ। অভিযোগকারিণীর দাবি, এ নিয়ে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হলেও কাজ হয়নি। এ বছরের ২৭ ফেব্রুয়ারি বারাসত আদালতে অভিযোগ জানান তিনি। এই মামলায় পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। যদিও শিশুবদলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















