Balochistan in 2025 : ৪৩২টি হিংসার ঘটনায় প্রাণ গেছে অন্তত ৪৫৩ জনের ! ২০২৫-এ বালুচিস্তানের ভয়ঙ্কর রিপোর্ট
Balochistan Death Report 2025 : রিপোর্ট অনুযায়ী আরও জানা গেছে, এ বছর ৪৩২টি সশস্ত্র ঘটনা ঘটেছে। যার জেরে সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তাকর্মীদেরও মৃত্যু হয়েছে।

বালুচিস্তান : কার্যত সারা বছর হামলা, বোমাবাজি, গোলা-গুলির ঘটনা লেগেই রয়েছে। তাই, প্রাণহানিও হয়েছে সমানে। চলতি বছরে বালুচিস্তানে হিংসার ঘটনায় ২৪৮ জন সাধারণ নাগরিক এবং ২০৫ জন নিরাপত্তকর্মীর মৃত্যু হয়েছে। অর্থাৎ, ২০২৫-এ প্রাণ হারিয়েছেন ৪৫৩ জন। এমনই রিপোর্ট প্রকাশ করেছে দ্য বালুচিস্তান পোস্ট। এই তথ্য অনুসারে এটা পরিষ্কার যে, এ বছরটাও বালুচিস্তানে আইন-শৃঙ্খলা বজায় রাখা যথেষ্ট চ্যালেঞ্জের ছিল।
রিপোর্ট অনুযায়ী আরও জানা গেছে, এ বছর ৪৩২টি সশস্ত্র ঘটনা ঘটেছে। যার জেরে সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তাকর্মীদেরও মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই সারা বছর ওই এলাকাকে ভয় ও অনিশ্চয়তা গ্রাস করে রেখেছিল। এই সময়ের মধ্যে কোয়েট্টা, মাসতুং, খুজদার, তুরবাত ও নোকুন্দিতে ৬টি আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। ১১ মার্চ, বালুচ "স্বাধীনতাপন্থী" গোষ্ঠী বোলান অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনে আক্রমণ এবং হাইজ্যাক করে। ১৮ ফেব্রুয়ারি, বারখানে সাতজনকে হত্যা করা হয়, জুলাই মাসে ঝোব এবং কালাতে যাত্রীবাহী কোচ লক্ষ্য করে গুলি চালানোর পৃথক ঘটনা ঘটে। এমনই উল্লেখ করা রয়েছে রিপোর্টে। ১৫ মে, খুজদারে একটি বাসে হামলা চালানো হয়, যার ফলে ছয়জন নিহত এবং ৪৩ জন আহত হয়। বছরের শেষের দিকে, ৩০ সেপ্টেম্বর কোয়েট্টায় ফ্রন্টিয়ার কর্পস সদর দফতরে একটি আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়।
বিগত দুই দশক ধরে অশান্ত বালুচিস্তান। Balochistan Liberation Army-র মতো বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলি পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তান থেকে মুক্ত করতে চায়। বর্তমানে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলির প্রভাবও রীতিমতো বেড়েছে বলে বোঝা যাচ্ছে। কারণ আর কোনও লুকোছাপা নয়, সরাসরি সামরিক বাহিনীকে নিশানা করছে তারা। গ্রাম থেকে শহর, সর্বত্র তাদের উপস্থিতি বোঝা যাচ্ছে। বালুচিস্তানে দু'টি অভিযানে Balochistan Liberation Army-র ১০ সদস্যকে নিকেশ করে পাক সেনা। কিন্তু বালুচিস্তানের দুর্গম এলাকায় নাশকতা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পাক সেনাকে। মার্চ মাসে Balochistan Liberation Army যখন Jaffar Express হাইজ্যাক করে, সেই সময় ঘটনাস্থলে পৌঁছতেই সময় লেগে যায় তাদের।
গত ৮ মে বিস্ফোরণে কেঁপে উঠেছিল বালুচিস্তান। পাকিস্তানি সেনার কনভয় লক্ষ্য় করে হামলা চলে। IED বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় পাক সেনার কনভয়। তাতে ১২ জন পাক জওয়ান মারা যান। এই হামলার দায় স্বীকার করে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন Balochistan Liberation Army (BLA), যারা পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছে। তার আগে গত ৬ মে-ই বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালায় Balochistan Liberation Army. সেবারও বেশ কয়েক জন মারা যান।






















