Bangladesh Update: ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি, জারি হাই অ্যালার্ট
Bangladesh News: শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরেও অবস্থার পরিবর্তন হয়নি। এখনও জ্বলছে বাংলাদেশ। ঢাকা-সহ বিভিন্ন জেলায় রাতভর চলেছে সংঘর্ষ, গুলি। গতকাল একদিনে ১৩৫ জনের মৃত্যু হয়েছে।
কলকাতা: অগ্নিগর্ভ বাংলাদেশ। ভারত-বাংলাদেশ (Bangladesh Update) সীমান্তে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। BSF-এর DG দলজিৎ সিং চৌধুরী আজ পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যাবেন। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে চালানো হচ্ছে নজরদারি।
জারি হাই অ্যালার্ট: রবিবার থেকেই সীমান্তে বন্ধ আমাদানি রফতানি। উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ। BSF-এর নজরদারি বাড়ানো হয়েছে। খোলা হয়েছে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের গেট। চলছে পারাপার। বাংলাদেশ থেকে ফিরছে ফাঁকা ট্রাক। প্রতিবেশী দেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন অনেকেই।
সীমান্তে কী পরিস্থিতি?
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি সীমান্তের ওপারে গতকাল দুুপুর গড়াতেই উত্তেজনা ছড়ায়। সকাল সাড়ে ১০টা নাগাদ বাংলাদেশের দিকে ব্যারিকেড সরানো হয়। স্বস্তিতে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা সীমান্তে কড়া নিরাপত্তা। আমদানি শুরু হয়েছে। তবে ২০৭টি ট্রাক বাংলাদেশে আটকে থাকায় রফতানি এখনও শুরু করা যায়নি। গতকাল ১৯০ জন ভারতীয় ট্রাক চালক বাংলাদেশ থেকে ফিরেছেন। আজ আরও কয়েকজনকে দেশে ফেরানো হবে। মালদার ইংরেজবাজারের মহদিপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। গতকালের পর আজও বন্ধ আমদানি-রফতানি। তবে ওপার থেকে এপারে আসছেন বাংলাদেশি নাগরিকরা। মহদিপুর সীমান্ত এলাকাজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে BSF. এখনও প্রায় চল্লিশ জন ট্রাক চালক বাংলাদেশে আটকে রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে সেনা-শাসন নয়, দেশে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা তৈরি করে দেবে অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা। যেখানে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকবে। জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। তাঁরা চাইছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হোক বাংলাদেশের তদারকি সরকার। ইউনুস দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আলাপ-আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাম দলগুলিও। আজ সর্বদল বৈঠকের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ঘোষণা করা হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bangladesh Update: বাংলাদেশের অশান্তিতে সিঁদুরে মেঘ, সীমান্তে বাণিজ্য বন্ধে বিপুল ক্ষতির আশঙ্কা