Banks Holiday list: উৎসবে টানা পাঁচ দিন ব্যাঙ্কে ছুটি, দেখে নিন আপনার শহরে ঝাঁপ বন্ধ কবে ?
Banks Holiday list: নভেম্বর মাসে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। চলতি সপ্তাহে টানা পাঁচদিন বন্ধ থাকার পরও সামনের সপ্তাহে থাকছে বেশ কয়েকদিন ছুটি।
নয়াদিল্লি: বুধবার থেকে শুরু হয়েছে ছুটি। চলতি সপ্তাহে দেশে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দীপাবলির সঙ্গে রয়েছে একাধিক উৎসব। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে জেনে নিন আপনার ব্যাঙ্কের কী অবস্থা।
Banks Holiday list: নভেম্বর মাসে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। চলতি সপ্তাহে টানা পাঁচদিন বন্ধ থাকার পরও সামনের সপ্তাহে থাকছে বেশ কয়েকদিন ছুটি। উৎসবমুখর পরিবেশে এখন ছুটির মেজাজে দেশ। বুধবার থেকেই শুরু হয়েছে 'ব্যাঙ্ক হলিডে' (Banks Holidays November)। মূলত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র ছুটির তালিকা মেনে চলে দেশের ব্যাঙ্কগুলি। তবে স্থানীয় উৎসবের ভিত্তিতে দেওয়া হয় ছুটি।
দেখে নিন চলতি সপ্তাহে দেশের কবে-কোথায় Banks Holiday:
৩ নভেম্বর : নরক চতুর্দশী উপলক্ষে বুধবার বন্ধ ছিল বেঙ্গালুরুর ব্যাঙ্ক।
৪ নভেম্বর : দীপাবলি ও কালীপুজো উপলক্ষে বন্ধ থাকবে আগরতলা, বেঙ্গালুরু, আমদাবাদ, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, কোচি, মুম্বই, নাগপুর, লখনউয়ের ব্যাঙ্ক।
৫ নভেম্বর : গোবর্ধন পুজোর জন্য আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, গ্যাংটক, দেহরাদুনের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৬ নভেম্বর: গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনউ ভাই দুজ বা ভাই ফোঁটা উপলক্ষে বন্ধ থাকবে।
৭ নভেম্বর : রবিবার থাকায় এমনিতেই বন্ধ থাকবে দেশের সব ব্যাঙ্কের শাখাগুলি।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Reserve Bank of India (RBI)ছুটির তালিকা অনুযায়ী অক্টোবরে ১৪টি ঘোষিত ব্যাঙ্কের ছুটি(Bank Holidays ছিল। এ ছাড়া আরও সাতদিন সপ্তাহ শেষের ছুটি প্রাপ্য ছিল ব্যাঙ্ককর্মীদের। রবিবার ছাড়াও এই ছুটির সাতদিনের মধ্যে ছিল দ্বিতীয় ও চতুর্থ শনিবার। তাই সব মিলিয়ে ছুটির তালিকা দাঁড়ায় এক মাসে ২১দিন। উৎসবের মরশুমের কারণেই এই ছুটি পান ব্যাঙ্কের কর্মীরা।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। সেগুলি হল, 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'।
আরও পড়ুন : SBI Pensioners Update: ভিডিয়ো কলে জমা দেওয়া যাবে Life Certificate, সহজ কয়েক ধাপে পাবেন সমাধান
আরও পড়ুন : Burdwan Medical College Recruitment: রাজ্যে এই হাসপাতালে নার্স-ল্যাব টেকনিশিয়ানের পদ খালি, এখনই করুন আবেদন