Sudipta Sen Letter: ‘একাধিক নেতা কোটি কোটি টাকা নেন...’ সুদীপ্ত সেনের সেই চিঠি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের
বিধানসভা ভোটের মুখে সুদীপ্ত সেনের চিঠি-বিতর্কে নতুন মোড় ৷ জেলে বসে লেখা চিঠিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের শীর্ষ কয়েক জন নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন সারদাকাণ্ডের মূল অভিযুক্ত।
প্রকাশ সিনহা,কলকাতা: আদালতকে দেওয়া জেলবন্দি সুদীপ্ত সেনের চিঠি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর কাছ থেকে কোটি কোটি টাকা নেন বলে চিঠিতে অভিযোগ করেন সুদীপ্ত সেন। চিঠির তথ্য নিয়ে সিবিআই তদন্তের আবেদনকারী কুণাল ঘোষ এদিন আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন।
বিধানসভা ভোটের মুখে সুদীপ্ত সেনের চিঠি-বিতর্কে নতুন মোড় ৷ জেলে বসে লেখা চিঠিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের শীর্ষ কয়েক জন নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন সারদাকাণ্ডের মূল অভিযুক্ত।
সুদীপ্ত সেনের সেই বিতর্কিত চিঠি এবার এল সিবিআইয়ের হাতে৷ চিঠির বিষয়বস্তু তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট ৷ ডিসেম্বরের শুরুতে এই চিঠির কপি প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। চিঠির বিষয়টি সিবিআই তদন্তের আওতাভুক্ত করার জন্য ব্যাঙ্কশাল কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনও জানান তৃণমূল মুখপাত্র। সোমবার বিচারক চিঠির বিষয়গুলি তদন্ত করে দেখার নির্দেশ দিয়ে সিবিআইয়ের আইনজীবীর হাতে চিঠিটি তুলে দেন। তৃণমূলের কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‘সুদীপ্ত সেন চিঠিতে কী লিখেছেন, কেন লিখেছেন স্পষ্ট করে জানিয়েছেন, কোর্টকে তিনি এই নিয়ে চিঠি দেন, কোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে ৷ কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তীর কথায়, ‘‘সিবিআইকে চিঠি হস্তান্তর করেছে আদালত, সিবিআই তা গ্রহণ করেছে, পরবর্তী তদন্ত করবে ৷’’
দিন কয়েক আগেই এই চিঠিকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে পাল্টা জবাব দেন শুভেন্দু অধিকারী। সাংসদ ও যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, ‘‘সুদীপ্ত সেন আদালতকে চিঠিতে লেখেন। এমন প্রমাণ আমার বিরুদ্ধে নেই। সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করতেন শুভেন্দু অধিকারী। আমি প্রমাণ দিয়েছি, আমার বিরুদ্ধে প্রমাণ দিতে পারবে ৷’’ শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন, ‘‘২৭ নভেম্বর আমি মন্ত্রিসভা ছেড়েছি। ১ ডিসেম্বর জেল থেকে সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছে। বিমান বসু, সুজন, অধীর, মুকুল, আমার সবার নাম ঢুকিয়েছে...৷’’
এবার সেই চিঠি নিয়ে তদন্ত করবে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর,আদালতের নির্দেশ মেনে তদন্ত হবে।