এক্সপ্লোর
Amphan Update: আমফান দুর্নীতি মামলায় ধাক্কা খেল রাজ্য, ক্যাগকে দিয়ে তদন্তের রায়ই বহাল হাইকোর্টে
বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ-বন্টনে দুর্নীতির অভিযোগের মামলায় ফের ধাক্কা খেল রাজ্য।হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানাল, ‘কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)ই করবে তদন্ত, এই সিদ্ধান্তের কোনও পুনর্বিবেচনা নয়।

কলকাতা: বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ-বন্টনে দুর্নীতির অভিযোগের মামলায় ফের ধাক্কা খেল রাজ্য।হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানাল, ‘কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)ই করবে তদন্ত, এই সিদ্ধান্তের কোনও পুনর্বিবেচনা নয়। প্রয়োজনে কেন্দ্রীয় অডিট সংস্থাকে সাহায্য করতে হবে রাজ্যকে।‘নথি দিতে প্রচুর সময় চাইতে পারে না রাজ্য সরকার।’ উল্লেখ্য, আমফান-দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ-কে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্যাগের আধিকারিকরা রাজ্যে এসেছেন। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এর আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। ক্যাগ-এর আধিকারিকরা রাজ্যের প্রশাসনিক অফিসারদের কাছে তথ্য চেয়ে চাপ দিচ্ছেন। এই অভিযোগ করে ক্যাগ-এর সদস্যদের এই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। রাজ্যে এই আর্জি খারিজ হয়ে যায় আদালতে। গত বছর বিশে মে, আমফানের তাণ্ডবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তছনচ হয়ে যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।সর্বস্ব খুইয়ে চারদিকে ত্রাণের জন্য হাহাকার পড়ে যায়!কিন্তু সেই ত্রাণ বিলি নিয়েই স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন জায়গায়।যার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। ক্যাগকে তদন্ত করে ৩ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যদিও আগের রায়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য রিপোর্ট জমা দেওয়ার জন্য তিন মাসের সময় বেঁধে দেওয়া হলেও আজ সেই সময় সীমা প্রত্যাহার করে নেওয়া হয়। বলা হয়েছে, গ্রহণযোগ্য সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















