Howrah Municipal Election : হাওড়ার প্রাক্তন মেয়র রথীনের বিরুদ্ধে চাঁচাছোলা প্রসূন, বললেন, 'যোগ্যতাই ছিল না'
Howrah Municipal Election TMC - BJP Tussle : ' মেয়রের দোষ দিতেই হবে । ক্যাপ্টেন হয়ে বসে তুমি যদি কাজ করতে না পার। এক-দু ঘণ্টার বেশি উনি বসতেন না পুরসভায়।' অভিযোগ প্রসূনের
সুনীত হালদার, হাওড়া: রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর রথীন চক্রবর্তী। রাজ্যের বিধানসভা ভোটের আগে ঘাস-ফুল শিবির ছেড়ে গেরুয়া-পক্ষে যাওয়া নেতাদের বিরুদ্ধে শানিত আক্রমণ সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি 'ঘরে-ফেরা' রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন প্রসূন। এবার তাঁর নিশানায় হাওড়ার প্রাক্তন মেয়র। রথীন চক্রবর্তীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। গুরুত্ব পেতে এধরনের মন্তব্য করছেন তৃণমূল সাংসদ। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা রথীন চক্রবর্তী।
সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ' মেয়রের দোষ দিতেই হবে । ক্যাপ্টেন হয়ে বসে তুমি যদি কাজ করতে না পার। এক-দু ঘণ্টার বেশি উনি বসতেন না পুরসভায়। ওঁর যোগ্যতা ছিল না। ' হাওড়ার প্রাক্তন মেয়র তথা একদা প্রসূনের দলীয় সহকর্মীর বিরুদ্ধে এমন চাঁচাছোলা ভাবেই সরব হন তিনি।
পাল্টা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র, অধুনা বিজেপির পুর কমিটির প্রধান, রথীন চক্রবর্তী বলেন, খেলার জগৎ থেকে হঠাৎ এসেছেন কী আর বুঝবন। যোগ্যতা ঠিক করার দায়িত্ব জনগণের। কে কাজ করার যোগ্য সেটা বলবে হাওড়ার জনগণ!
আরও পড়ুন :
'শুভেন্দু রাগ করিস না ভাই, অনেক কথা বলেছি' , রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে ফের বিস্ফোরক কল্যাণ
১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়ায় পুরভোটের সম্ভাবনা। পুরভোটকে সামনে রেখে ইতিমধ্যেই হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। হাওড়া পুর কমিটির প্রধান করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে মেয়র হিসেবে রথীন চক্রবর্তীর যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল।
তৃণমূলের বোর্ড থাকাকালীন ২০১৩-এর ডিসেম্বর থেকে ২০১৮-এর ডিসেম্বর পর্যন্ত হাওড়া পুরসভার মেয়র ছিলেন রথীন চক্রবর্তী। বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর রথীন চক্রবর্তীকে প্রশাসক বা প্রশাসকমণ্ডলীতে রাখা হয়নি।
গত বছরের জানুয়ারিতে, চার্টার্ড বিমানে চেপে দিল্লি গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই চিকিৎসক-রাজনীতিক। কিন্তু, বিধানসভা ভোটে বিজেপি রথীন চক্রবর্তীকে প্রার্থী করলেও, তিনি হেরে যান! এই পরিস্থিতিতে পুরভোটের আগে একদা সতীর্থকে তীব্র আক্রমণ করলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। চড়া সুরে পাল্টা জবাব দিয়েছেন রথীন চক্রবর্তী। প্রসূন বলেন, 'আমার সঙ্গে যোগাযোগই করত না। মতামত নিতেন না। মেয়র হওয়ার পর প্রথম দু’বছর কাজ করলেও বাকি সময় তিনি কোন কাজ করেননি।'
পাল্টা রথীন চক্রবর্তী বলেন, ' সবার একটা এক্তিয়ার আছে। উনি সেটা জানেন না। পুরসভার এলাকা সাংসদের নয়। মার্কেটে ভেসে থাকার জন্য ভুলভাল বকছেন। '
সব মিলিয়ে পুরভোটের আগে তৃণমূল-বিজেপি তরজায় হাওড়ায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
প্রসূন-রথীন বাগ্যুদ্ধ